সিরাজগঞ্জ ভেটেরিনারির একাডেমিক কার্যক্রমে স্থবিরতা
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সিরাজগঞ্জ ভেটেরিনারি কলেজে বিনা নোটিশে একাডেমিক কার্যক্রম স্থগিত, শিক্ষক সংকট, বাজেট সংকটের গলে ল্যাব সামগ্রী সংকটের কারনে অধিভুক্তিতা বাতিল করে নিকটস্থ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে অন্তর্ভুক্ত হতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাথে বারবার আলোচনার পরে ও কোন সিদ্ধান্ত না পাওয়ায় আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।
বিগত ২৫ জুলাই একাডেমিক ভবনে তালা দিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে আন্দোলন শুরু করে সিরাজগঞ্জ ভেটেরিনারির শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছেঃ
১. প্রাণীসম্পদ অধিদপ্তর থেকে অব্যাহতি প্রদানপূর্বক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র অনুষদ হিসেবে ঘোষণা করতে হবে।
২. শিক্ষক এবং বাজেট সংকট দূর করতে হবে।
৩.শিক্ষার মান উন্নয়নে উপযুক্ত ল্যাবরেটরি যন্ত্রপাতি অবিলম্বে প্রদান করতে হবে।
৪. ক্যাম্পাসে পানির দুর্ভোগ (মাত্রারিক্ত আয়রন) সমস্যার সমাধান করতে হবে।
৫. শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিতকল্পে মেডিকেল সেন্টারে স্থায়ী চিকিৎসক নিয়োগ ও এম্বুলেন্স এর ব্যবস্থা করতে হবে।
৬. শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা নিরসনে যানবাহনের ব্যবস্থা করতে হবে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডা: আব্দুর রহিম জানান, শিক্ষার্থীদের দাবি যোক্তিক। তবে আন্দোলনের কারণে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। দু’ দিন হলো শিক্ষকরা ভিতরে অবরুদ্ধ রয়েছেন। আশা করছি ঊর্ধ্বতন মহল দ্রুত শিক্ষার্থীদের দাবি পূরণে কার্যকর পদক্ষেপ নিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবেন।
এ দিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে সড়ক অবরোধের হুমকি দেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।
একজন শিক্ষার্থী বলেন,
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে একই সাথে একাডেমিক কার্যক্রম চলার কথা থাকলেও বিগত ২১ জুলাই বিনা নোটিশে আমাদের ক্লাস এক্সাম স্থগিত করে শেকৃবি প্রশাসন। এছাড়া ও মাত্র ১০ জন শিক্ষক রয়েছে আমাদের এখানে। বাজেট সংকটের ফলে আমাদের ল্যাবে যন্ত্রপাতি ও তেমন নাই। শেকৃবি'র খামখেয়ালির কারনে এখনো আমাদের সঠিকভাবে সিলেবাস না দিয়ে ই প্রশ্ন প্রণীত করেছে। এমতাবস্থায় আমরা আমাদের অস্তিত্ব সংকটে পড়ে আন্দোলনে নেমেছি।
এমএসএম / এমএসএম
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
Link Copied