ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

টিকা নেওয়ার আগে ব্যথার ওষুধ খাওয়া ঠিক নয়


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩-৭-২০২১ দুপুর ১০:৪৮

মানুষের করোনাভাইরাসের টিকা নেওয়ার আগ্রহ ক্রমেই বেড়ে চলেছে। করোনা টিকা নেওয়ার আগে ব্যথার ওষুধ খাওয়া ঠিক নয়। এমনই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তাতে টিকার কাজ করার ক্ষমতা খানিক কমতে পারে।

বয়সের সঙ্গে সঙ্গে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হয়ে আসে, বরং কম বয়স্কদের ইমিউন সিস্টেম টিকার পর ভালো প্রতিক্রিয়া দেখায়। আর এর অর্থ হলো টিকার পর মৃদু বা সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া প্রমাণ করে যে ইমিউন সিস্টেম সক্রিয় হয়েছে। অনেক সময় টিকাগুলোতে ইনজেকশন দেওয়ার স্থানে মৃদু ব্যথা ও ফুলে যাওয়া, মাথাব্যথা, অবসাদ, কাঁপুনি, জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। তবে প্রতিষেধক নেওয়ার পরে জ্বর, মাথাব্যথা থাকলে প্যারাসিটামল বা অন্য ব্যথার ওষুধ খাওয়া যেতে পারে। এমনই জানিয়েছে হু, বক্তব্য ইউরোপের এক সংবাদসংস্থার।

সামাজিক যোগাযোগে নানা ধরনের ভুয়া পোস্ট ছড়িয়ে আছে। সেখানে ছড়ানো হচ্ছে, করোনার প্রতিষেধক নেওয়ার আগে কোনও ব্যথার ওষুধ খেয়ে নিলে ভাল। তাতে টিকাকরণ পরবর্তী অসুস্থতা কম হয়। এর পরিপ্রেক্ষিতেই ‘হু’-এর বক্তব্য, টিকা নেওয়ার আগে ব্যথার ওষুধ খাওয়া ঠিক নয়।

এই পরামর্শের কারণ হিসাবে ‘হু’ জানিয়েছে, এখনও জানা যায়নি ব্যথার ওষুধ প্রতিষেধকের কাজের উপরে কী ভাবে প্রভাব ফেলতে পারে। ফলে আগে থেকে তা না খাওয়াই ভাল। এই সংস্থার তরফে যোগ করা হয়, প্রতিষেধকের পার্শ্বপ্রতিক্রিয়া বেশি তীব্র নয়। সামান্য জ্বর, ব্যথা, হাতে ফোলা ভাব দেখা দিচ্ছে বেশির ভাগ ক্ষেত্রে। এমন হলে তাও টিকাকরণের পরে খাওয়া যেতে পারে ওষুধ। তবে আগে থেকে সাবধানতার জন্য এই ধরনের ওষুধ খাওয়ার প্রয়োজন নেই।

অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ এ সব ক্ষেত্রে বেশি খেতে থাকেন সকলে। সে সব সম্পর্কে ‘হু’-এ বক্তব্য, এই জাতীয় ওষুধ কিছু অ্যালার্জি হলে সারাতে পারে, তবে তা প্রতিরোধ করতে পারে বলেও প্রমাণ নেই। ফলে তা আগে থেকে খেয়েও লাভ হয় না।

যদি আগে থেকেই কারও এমন ওষুধ চলে, তারা নিজের চিকিৎসকের পরামর্শ নিয়েই কাজ করতে হবে। তবে বিনা অসুস্থতায় ওষুধ শুরু করে লাভ হবে না।

চিকিৎসকের মতে, টিকা নেওয়ার পরে কয়েক দিন দূরে কোথাও বেড়ানো বা ভারী কোনো কার্যক্রম বা অনুষ্ঠানের আয়োজন না করাই ভালো। পর্যাপ্ত বিশ্রাম যাতে মেলে, সেই ব্যবস্থা নিয়ে রাখুন।

করোনার টিকা যদি আমরা সবাই যদি গ্রহণ করি তাহলে আগামী দিনগুলোতে খুব ভালোভাবে করোনামুক্ত হতে পারব। নিজের পরিবারকে, দেশকে সুরক্ষা দিতে পারব। নতুন প্রজন্মকে একটা নতুন পৃথিবী উপহার দিতে পারব।

প্রীতি / প্রীতি

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁইছুঁই

সংখ্যা নিয়ে বিভ্রান্তি, নতুন ব্যাখ্যায় নিহত ৩৪

বিএসএমএমইউয়ে নতুন নামের ব্যানার, বাদ বঙ্গবন্ধু শেখ মুজিব

মেডিকেলে থাকছে মুক্তিযোদ্ধা কোটা, যাচাই-বাছাই ২৯ জানুয়ারি পর্যন্ত

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭ রোগী

ডেঙ্গুতে ঢাকায় কর্মক্ষম মানুষের মৃত্যু বেশি

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৮৮

বেসরকারি মেডিকেল শিক্ষায় অশনি সংকেত অটোমেশন; ক্ষুব্ধ অভিভাবকরা

ইডেন মাল্টি কেয়ার হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগ

ক্যানসার রহস্যের জট খোলার নতুন ‘সূত্রের’ সন্ধান মিলেছে

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির ইসি গঠনে সাত সদস্য বিশিষ্ট সার্চ কমিটি

বিশ্ব হার্ট দিবস ২০২৪ উদযাপন করলো এভারকেয়ার হসপিটাল ঢাকা