ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

১০ দফা দাবিতে হাবিপ্রবি উপাচার্যকে স্মারকলিপি


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ১২-৮-২০২২ দুপুর ২:৩৪
সেশনজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, ক্রেডিট ফি কমানো, আবাসিক হলগুলোতে ফ্রি-ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপন, পরিবহন সংকট দূরীকরণসহ ১০ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শাখা ছাত্রলীগ।
 
বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দেন। এসময় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারকে মাধ্যম করে সাধারণ শিক্ষার্থীদের ১০ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি উপাচার্যকে দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। 
 
১০ দফা দাবিগুলো হলো:  ক্রেডিট ফি কমানো, আবাসিক হলে প্রতি ফ্লোরে বিশুদ্ধ পানি সরবরাহ, আবাসিক হলগুলোতে ফ্রি-ওয়াইফাই নেটওয়ার্ক স্থাপন, পরিবহন সংকট দূরীকরণ, প্রধান ফটক ও প্রথম ফটকে ওভার ব্রিজ নির্মাণ, মেসের শিক্ষার্থীদের সিট ভাড়া সহনীয় পর্যায়ে রাখার ব্যবস্থা গ্রহণ, সেমিস্টার এর নামে অযাচিত ফি আদায় বন্ধকরন, শিক্ষার্থীদের প্রাপ্য উপবৃত্তির টাকা দ্রুত প্রদান, সেশনজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও যথাসময়ে সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রদান। 
 
শিক্ষার্থীদের দাবির বিষয়ে ছাত্রনেতারা সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ছাত্রলীগ সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে।আমাদের দাবিগুলো সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে, আগামী ১ সেপ্টেম্বর এর মধ্যে আমরা এ সকল দাবির বাস্তবায়ন চাই। অন্যথায় আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আবারো অবস্থান কর্মসূচি করবো। স্মারকলিপি দেওয়ার সময় বিভিন্ন হল শাখা ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 
 
শিক্ষার্থীদের ১০ দফা দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ বলেন,  শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রশাসন আন্তরিক। এর মধ্যে অনেক বিষয় নিয়ে কাজ চলমান রয়েছে। সব দাবি একদিনে পূরণ করা সম্ভব নয়। প্রাথমিক অবস্থায় যেসব দাবি পূরণ করা সম্ভব সেগুলো অতি অল্প সময়ের মধ্যে বাস্তবায়ন ও বাকিগুলো ক্রমান্বয়ে বিবেচনা করে পূরণ করার চেষ্টা করবে প্রশাসন।

এমএসএম / এমএসএম

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক

১২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে বিটিসিএলের আড়াই কোটি টাকার বিল বকেয়া

ইবিতে অ্যাসেট ম্যানেজমেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত