ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে থেকে প্রশ্নে ক্ষুদ্ধ ভর্তিইচ্ছুরা


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ১৩-৮-২০২২ রাত ৮:৭

করোনা মহামারির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের এইচএসসি পরীক্ষা। ফলে গত ফেব্রুয়ারিতে একই সিলেবাসে ২০২১-২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে সংক্ষিপ্ত নয় বরং পূর্ণ সিলেবাসে প্রশ্ন হয়েছে বলে অভিযোগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে অংশ নেওয়া ‘খ' (মানবিক) ইউনিটের ভর্তিচ্ছুরা। এ নিয়ে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

 
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জানান, এইচএসসি পরীক্ষা যে সংক্ষিপ্ত সিলেবাসে হয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষাও একই সিলেবাসে হওয়ার কথা ছিল। সে হিসেবেই তারা প্রস্তুতি নিয়েছেন। গুচ্ছ কমিটিও এ সিলেবাসেই ভর্তি পরীক্ষার প্রশ্ন করবেন বলে জানিয়েছিলেন।
 
তবে সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে থেকেও অনেকগুলো প্রশ্ন এসেছে বলে অভিযোগ ভর্তিইচ্ছুদের। বাংলা ৩৫, ইংরেজি ৩৫ ও সাধারণ জ্ঞান ৩০ মিলিয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বাংলায় বেশিরভাগ সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন এসেছে। এছাড়া সাধারণ জ্ঞান যেভাবে আসার কথা ছিল সেভাবে আসেনি। ইংরেজিও বেশ কঠিন ছিল বলেও জানিয়েছেন কয়েকজন ভর্তিচ্ছু।
 
ঝালকাঠি থেকে আসা ফরহাদ কবির বলেন, সংক্ষিপ্ত সিলেবাসে আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল। সেভাবে আমি প্রস্তুতি নিয়েছি৷আশানুরূপ প্রশ্ন না পেয়ে পরীক্ষা খারাপ হয়েছে৷
 
আরেক শিক্ষার্থী সায়মা আক্তার বলেন, সিলেবাসের বাইরে থেকে অনেক প্রশ্ন এসেছে। সংক্ষিপ্ত সিলেবাস কেন্দ্রিক পড়াশোনা করে থাকলে একটু কঠিন হয়ে যেত। তবে সবমিলিয়ে আমার পরীক্ষা ভালো হয়েছে।
 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ও গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম-আহ্বায়ক প্রফেসর ড. ইমদাদুল হক গণমাধ্যমকে বলেন, আমরা বোর্ড থেকে যে সিলেবাস পেয়েছি, সে অনুযায়ী প্রশ্ন করা হয়েছে। প্রশ্নের মডারেটররাও সেভাবেই প্রশ্ন সাজিয়েছেন৷
 
উল্লেখ্য, খ ইউনিটে পরীক্ষায় ববি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৩হাজার ৪২৪জন। পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক। শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা শুরুর পূর্বমুহুর্তে  ভিসি প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন,ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া প্রমুখ হল পরিদর্শন করেন।

এমএসএম / এমএসএম

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ

দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল

জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,

এইচএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ