আদনান আদির নতুন সিনেমা “খেলুড়ে”
খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক নতুন সিনেমা খেলুড়ে সিনেমার শুটিং।বাংলাদেশের আদি প্রোডাকশন থেকে এবং কলকাতার যৌথ উদ্যোগে সিনেমাটি তৈরি হতে যাচ্ছে।সেই সাথে বলিউডের রেড চিলিস এর ব্যানারে কলকাতাতে এই ছবিটি মুক্তি পাবে।ইতিমধ্যে এই সিনেমাটির পোস্টার আদি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক আদনান আদি।পাশাপাশি কেন্দ্রীয় নায়িকা চরিত্রে অভিনয় করছেন কলকাতার একজন একজন জনপ্রিয় চিত্রনায়িকা।এছাড়া কলকাতার আরো অনেক নামিদামি শিল্পীরা এই ছবিতে থাকছেন।খেলুড়ে সিনেমাটি একটি একশন ভিত্তিক সিনেমা।সিনেমাটির মোট বাজেট ধরা হয়েছে প্রায় ১০ কোটি টাকার মতো।সিনেমাটিতে বাংলাদেশের কলাকুশলীসহ ভারতের কলকাতার এবং বলিউডের শিল্পীরা অভিনয় করছেন।সিনেমার চিত্রনায়ক আদনান আদি বলেন ,আমার অন্যতম হিট সিনেমা আমি তোমার রাজা তুমি আমার রানী’র পর খেলুড়ে সিনেমাটি একটি ধামাকা নিয়ে আসবে।সিনেমাটিতে প্রচুর অ্যাকশন দৃশ্য থাকবে যা বাংলাদেশের দর্শক এর আগে দেখেনি।ইতিমধ্যে বাংলাদেশের শুটিংয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে এবং খুব শীঘ্রই কলকাতার শুটিংয়ের কাজ শুরু হবে।সিনেমাটিতে চিত্রনায়িকা কে হবে তা এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি তবে দর্শকদের জন্য একটি বড় সারপ্রাইজ থাকছে।কলকাতার শুটিংয়ের কাজ শেষ হওয়া মাত্রই আশা করি আগামী বছরের শুরুতে সিনেমাটি বাংলাদেশ এবং কলকাতায় যৌথভাবে মুক্তি দিতে পারব।দর্শক আমার আগের সিনেমা গুলো যেভাবে গ্রহণ করেছে আশা করব খেলুড়ে সিনেমার মধ্য দিয়ে দর্শক আমাকে ভিন্ন আঙ্গিকে দেখবে।খেলুড়ে সিনেমা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির মোড় ঘুরিয়ে দিবে।দর্শকদের ভালবাসা পেয়েছি বলেই এতদূর আসতে পেরেছি এবং আশা করি ভবিষ্যতেও দর্শকদের ভালবাসা এভাবেই পেয়ে যাব।
এমএসএম / এমএসএম
ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা
মঞ্চে ‘অস্বস্তিকর’ হয়ে উঠল সালমান-তামান্নার নাচ!
পুরোনো গান নতুন আয়োজনে গাইবেন ডলি সায়ন্তনী
নতুন চলচ্চিত্রে নিকোল কিডম্যান
নেটিজেনদের কটাক্ষের শিকার কঙ্গনা
এমন এনার্জি নিচ্ছি, ২-৩ দিন ঘুমই আসে না : নুসরাত ফারিয়া
পিরিয়ড নিয়ে মন্তব্যে সমালোচনার মুখে রাশমিকা
ছোট ছিলাম বুঝিনি, বোকার মতো কাজটা করেছি : মিথিলা
শাকিবের কাজ নিয়ে মন্তব্য করার আমি কেউ নই
ছেলেবন্ধুদের পরিবারের ভেতরের গল্প বললেন সোহিনী
হিরো আলম গ্রেফতার
আন্তর্জাতিক চলচ্চিত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সংগীতশিল্পী মাসুম বিল্লাল ফারদিন