ঢাকা বৃহষ্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

আদালত অবমাননা : কুষ্টিয়ার ডিসি-এসপির বিষয়ে আদেশ আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৮-২০২২ দুপুর ১০:০

হাইকোর্টের নির্দেশনার পরও ১৩৩ কোটি টাকার বেশি মূল্যের সম্পত্তি মাত্র ১৫ কোটি টাকায় নিলামে তোলার ঘটনায় কুষ্টিয়ার ডিসি-এসপিসহ ৫ জনকে তলব করেছিল হাইকোর্ট। তাদের রোববার (২১ আগস্ট) সশরীরে আদালতে হাজির হতে বলা হয়। তারই ধারাবাহিকতায় রোববার সকালে সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাড়া আদালত অবমাননার অভিযোগে কুষ্টিয়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার, ব্র্যাক ব্যাংকের এমডি ও ব্যবসায়ী আবদুর রশিদ আদালতে হাজির হয়েছিলেন। পরে এ বিষয়ে শুনানি করা হয়। শুনানি নিয়ে এ বিষয়ে আদেশের জন্য আজ সোমবার (২২ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।

আজ বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি একেএম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের তারিখ ধার্য করেন।

গতকাল আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ারেস আল হারুনী এবং ডিসি ও এসপির পক্ষে ছিলেন আইনজীবী মুন্সী মনিরুজ্জামান ও ইউসুফ খান। ব্র্যাক ব্যাংকের এমডির পক্ষে সৈয়দ মিনহাজুল হক এবং রিটকারী ব্যবসায়ী শফিকুলের পক্ষে শুনানি করেন আইনজীবী রাগীব রউফ চৌধুরী।

গতকাল আদালতে হাজির হন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইদুল ইসলাম, কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মো. খাইরুল আলম, ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসাইন ও নিলামকৃত সম্পত্তি গ্রহণকারী ব্যবসায়ী রশিদ অ্যগ্রো ফুড লিমিটেডের স্বত্বাধিকারী মো. আবদুর রশিদ। তাদের সোমবারও আদালতে হাজির থাকতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট।

গতকাল শুনানিতে কুষ্টিয়ার ডিসি ও এসপিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহিত চেয়ে অ্যাটর্নি জেনারেল আবেদন জানালে তাদের বিষয়ে কোন আদেশ না দিয়ে সোমবার আদেশের দিন ঠিক করেছেন হাইকোর্ট। আর আদেশের সময় ডিসি এসপিসহ তাদের আজো উপস্থিত থাকতে হবে উল্লেখ করে আদালত বলেন, ‘এটা আদালত অবমাননার মামলা। আদেশের সময় তাদের আদালতে হাজির থাকতে হবে।’

এদিকে, আদালত অবমাননার মামলায় কুষ্টিয়ার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আদালতে হাজির হননি। তার আইনজীবী কোভিড সংক্রান্ত রিপোর্ট ও চিকিৎসকের সনদ আদালতে দাখিল করেন।

মামলার শুনানিতে আদালত জানতে চাইলে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলাম বলেন, এই সম্পত্তি সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি এ বিষয়ে কিছুই জানি না। পুলিশ সুপার (এসপি) মো. খায়রুল আলম বলেন, আদালতের আদেশের বিষয়টি সংশ্লিষ্ট থানার ওসি আমাকে অবহিত করেনি, যার কারণে বিষয়টি আমার জানা নেই।

তখন পুলিশ সুপার (এসপি) মো. খাইরুল আলমের উদ্দেশে আদালত বলে, আপনি জেলার পুলিশ সুপার হিসেবে একজন ক্ষমতাবান কর্মকর্তা। এই ক্ষমতা আপনার দুভাবে ভোগ করার সুযোগ রয়েছে। একম জনগণের সেবা করে। দুই, স্বেচ্ছাচারীভাবে। এখন বলুন, আপনি এই ক্ষমতা কিভাবে ভোগ করেন?’ জবাবে এসপি বলেন, জনগণের সেবার মাধ্যমে এ ক্ষমতা ভোগ করে থাকি।

এরপর ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসাইনকে হাইকোর্ট বলে, ব্যবসায়ী শফিকুল ইসলামকে আপনারা একটি চিঠি দিলেন। সেখানে নিলাম হওয়া হওয়া সম্পত্তি সাত দিনের মধ্যে বুঝিয়ে দিতে বললেন। যদি সম্পত্তি বুঝিয়ে না দেয় তাহলে প্রশাসনের সাহায্য নেয়ার কথা বলেছেন। যদি ওই সময়ের মধ্যে বুঝিয়ে না দেয় তাহলে আইনানুযায়ী প্রশাসনের সাহায্য নিতে আপনি কি কোনো চিঠি দিয়েছিলেন?

তখন এমডি বলেন, আমি কোনো চিঠি দিইনি। এ পর্যায়ে আদালত বলে, নিলাম কার্যক্রমের ওপর আদালতের স্থগিতাদেশ রয়েছে। সেটা জানার পর কি নিলাম ক্রয়কারী ব্যক্তিকে অবহিত করেছিলেন? এমডি বলেন, জানা নেই।

এরপর ডাকা হয় নিলামকৃত সম্পত্তি ক্রয়কারী ব্যক্তি রশিদ অ্যাগ্রো ফুড লিমিটেডের স্বত্বাধিকারী ব্যবসায়ী আবদুর রশিদকে। আদালত তার কাছে জানতে চায়, নিলাম সম্পত্তি কেনার পর ব্র্যাক ব্যাংক কি আপনাকে তার দখল বুঝিয়ে দিয়েছে? জবাবে তিনি বলেন, জ্বি, ব্যাংক বুঝিয়ে দিয়েছে। আদালত বলে, সেটা কিভাবে? দখল বুঝিয়ে দেয়ার কোনো কাগজ কি আপনার কাছে আছে? তখন ওই ব্যবসায়ী বলেন, এ সংক্রান্ত কোনো কাগজ আমার কাছে নেই।

এ পর্যায়ে আদালত বলে, তাহলে কিভাবে আপনি ওই সম্পত্তির দখল নিলেন? নিজেই কি ওই সম্পত্তির দখল নিয়েছেন? ব্যবসায়ী বলেন, ব্যাংক আমাকে নোটিস দিয়েছে। কিন্তু দখল বুঝিয়ে দেওয়ার বিষয়ে কোনো কাগজ দেয়নি। পরে আদালত অবমাননার বিষয়ে আদেশের জন্য সোমবার দিন ধার্য করে।

এর আগে গত ১১ আগস্ট হাইকোর্টের নির্দেশনার পরও ১৩৩ কোটি টাকার বেশি মূল্যের সম্পত্তি মাত্র ১৫ কোটি টাকায় নিলামে তোলায় কুষ্টিয়ার ডিসি-এসপিসহ পাঁচজনকে তলব করেছেন হাইকোর্ট।

আদালতে ওইদিন রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। সাথে ছিলেন ব্যারিস্টার মো. নাজিরুল আলম রনি। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ারেস আল হারুনী।

এর আগে গত ২৪ মার্চ ওই সম্পত্তি (প্রতিষ্ঠান) নিলামে তুলতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। ওই নিলামের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মেসার্স বিশ্বাস ট্রেডার্স, ভিআইপি রাইস মিলস এবং ভিআইপি অটো রাইস মিলস লিমিটেডের স্বত্ত্বাধিকারী মো. শফিকুল ইসলাম। এর পর ২ আগস্ট নিলাম স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। এর পরেও গত ৫ আগস্ট ব্র্যাক ব্যাংক নিলাম ক্রয়কারী আইন শৃংখলা বাহিনীর সহযোগিতা নিয়ে রাতে জমির দখল করে সাইনবোর্ড টানিয়ে দেয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালে কুষ্টিয়ার পোড়াদহের আইলচারা বাজারে অবস্থিত মো. শফিকুল ইসলামের ধান, চাল, আটা ও ভুষি উৎপাদনের তিনটি প্রতিষ্ঠান বন্ধক (মরগেজ) রেখে ব্র্যাংক থেকে ৩৬ কোটি টাকা পরের বছর তা বাড়িয়ে ৪২ কোটি ঋণ গ্রহণ করেন। তারপর থেকে তিনি নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করে আসছিলেন। তবে করোনা মহামারির কারণে প্রতিষ্ঠান তিনটি দীর্ঘ সময় বন্ধ থাকায় একটা সময় ঋণের কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হয় শফিকুল ইসলাম।

এই কারণে ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ শফিকুল ইসলামকে খেলাপি দেখিয়ে তার বন্ধকী সম্পত্তি নিলামে তুলতে গত ২৪ মার্চ দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় এবং ১৮ এপ্রিল নিলাম আয়োজন করে ১৩৩ কোটি টাকা মৃল্যের সম্পত্তি মাত্র ১৫ কোটি টাকায় বিক্রি করা হয়।

পরবর্তীতে গত ২৮ জুলাই নিলামকারী মো. আবদুর রশিদকে ওই তিনটি প্রতিষ্ঠানের সম্পত্তির হস্তান্তর প্রক্রিয়া বাস্তবায়ন করতে কুষ্টিয়ার জেলা প্রশাসনের কাছে ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ একটি চিঠি দেয়।

এরপর গত ৩১ জুলাই নিলামের যাবতীয় কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন শফিকুল ইসলাম। ২ আগস্ট ওই রিটের শুনানি নিয়ে আদালত নিলাম সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে শফিকুল ইসলামকে এক মাসের মধ্যে ২০ কোটি টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি আগামী এক বছরের মধ্যে ৬ কোটি টাকা পরিশোধ করতে বলেন আদালত। ওই টাকা পরিশোধ না করতে পারলে রিটকারীকে ৫ লাখ টাকা জরিমানা দিতে হবে বলে আদেশে বলা হয়েছে।

হাইকোর্টের লিখিত আদেশ বিবাদীদের কাছে পৌঁছাতে কয়েক দিন লেগে যেতে পারে; এ কারণে গত ৩ আগস্ট হাইকোর্টের আদেশ আইনজীবীর মাধ্যমে দ্রুত সময়ে ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়। কিন্তু হাইকোর্টের আদেশ অমান্য করে গত ৫ আগস্ট রাতে ওই সম্পত্তি নিলামকারীকে প্রশাসনের সহায়তা নিয়ে দখল বুঝিয়ে দেওয়া হয়।

এরপর গত ৭ আগস্ট আদালত অবমাননার অভিযোগে হাইকোর্টে আবেদন করেন শফিকুল ইসলাম। আদালত অবমাননার শুনানি নিয়ে আজ (১১ আগস্ট) কুষ্টিয়ার ডিসি-এসপিসহ পাঁচজনকে স্বশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলছেন হাইকোর্ট।

একই সঙ্গে প্রতিষ্ঠান তিনটি নিলাম পূর্ব অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে এ আদেশ বাস্তবায়ন করে আদালতকে জানাতে বলেছেন আদালত।

জামান / জামান

শেখ হাসিনার মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা

সিনিয়র জেলা ও দায়রা জজ ঢাকা মো: রফিকুল ইসলামের সাথে কোর্ট রিপোর্টাস এসোসিয়েশন ঢাকার সৌজন্য সাক্ষাৎ

আনিসুল হকের সাবেক পিএস তৌফিকা করিমের ১১৪ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কুষ্টিয়ায় ৬ হত্যা : ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি ১৪ অক্টোবর

আবু সাঈদ হত্যা : ৩০ আসামির বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

শেখ হাসিনার মামলায় মূল তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ আজ

হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

শেখ হাসিনার সঙ্গে তাপস-ইনু-কামালের ফোনালাপ শুনলেন ট্রাইব্যুনাল

বিসিবি সভাপ‌তির চি‌ঠির কার্যকারিতা স্থগিত, নির্বাচনে বাধা নেই

শেখ হাসিনার বিরুদ্ধে ২০তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সালা করতে হবে : ট্রাইব্যুনালে নাহিদ

৫ আগস্ট পদত্যাগ করেননি শেখ হাসিনা, দাবি স্টেট ডিফেন্সের

ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন আবু সাঈদকে বাঁচাতে আসা সেই আয়ান