ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

রোহিঙ্গা সংকটের ৫ বছর : আতঙ্কে স্থানীয়রা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ১০:৩০

রোহিঙ্গা আগমনের পাঁচ বছর পূর্ণ হলো। মিয়ানমারের আরাকানে রোহিঙ্গাদের ওপর সে দেশের সেনারা হত্যা, ধর্ষণ, নির্যাতন ও বাড়িঘর আগুনে পুড়িয়ে দেয়ায় জীবন বাঁচাতে ৭ লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ২০১৭ সালের আগস্ট মাসে। শরণার্থীদের প্রধান ঢলটি আসে ২৫ আগস্ট। এই দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালন করে রোহিঙ্গারা। সেই থেকে বিপুল শরণার্থীর ভার বইতে হচ্ছে বাংলাদেশকে।

আগেই বাংলাদেশে অবস্থান করছিল আরো ৪ লাখ রোহিঙ্গা। কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফের পাহাড়ি এলাকায় ৩৪টি ক্যাম্পে বসবাস করছে তারা। এদের কারণে বিপাকে পড়েছেন স্থানীয় মানুষ। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, এখন শরণার্থী আতঙ্কে দিন কাটে স্থানীয় বাসিন্দাদের।

শুরুর দিকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কিছুটা আলাপ-আলোচনা হলেও বর্তমানে থমকে গেছে এ বিষয়ে সব ধরনের আলোচনা। মাঝখানে দুবার সরকারিভাবে প্রত্যাবাসনের সব আয়োজন হলেও কোনো রোহিঙ্গাই ফিরে যেতে রাজি হয়নি নিজ দেশে। বরং জুড়ে দিয়েছে নতুন শর্ত। এতে অন্ধকারে তলিয়ে গেছে রোহিঙ্গা প্রত্যাবাসন।

এদিকে, ৫ বছরে রোহিঙ্গাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ উখিয়া-টেকনাফের মানুষ। রোহিঙ্গারাই এখন স্থানীয়দের গুম-খুনসহ নানা অপরাধ করতে দ্বিধা করছে না। টেকনাফের যুবলীগ নেতা ওমর ফারুক, উখিয়ার ব্যবসায়ীসহ বেশকিছু স্থানীয়কে অপহরণ করে হত্যাসহ চাঁদা আদায় করেছে রোহিঙ্গারা। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যায়নি।

পুলিশের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক প্রায় দুই হাজার মামলা হয়েছে। হত্যাকাণ্ড, অস্ত্র ও ইয়াবা চোরাচালানসহ নানাবিধ অপরাধের অভিযোগে এসব মামলা হয়েছে। আর এসব অপরাধ ধামাচাপা দিতে ব্যস্ত থাকে একটি সুবিধাভোগী মহল। এ কারণে স্থানীয়দের দুশ্চিন্তা আরো বেড়েছে। প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের ভাসানচরসহ অন্য জেলায় বা অন্য কোনো দেশে স্থানান্তর করার দাবি তাদের।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে উচ্চপর্যায়ে আলাপ-আলোচনা চলছে। আমরা চাই দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন হোক। কারণ, কক্সবাজারকে বাঁচাতে হলে রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই।

জামান / জামান

লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন করলো সরকার

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত : সিইসি

আগুনে ভস্মীভূত ঘর, দাঁড়িয়ে আছে শুধু সিঁড়িটি

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি

মাসের পর মাসের চেষ্টায় জমেছিল দেড় লাখ টাকা, আগুনে সব শেষ

৫ ঘণ্টা পর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণ শর্ট সার্কিট : প্রেস সচিব

যানজটে ৪০ মিনিট পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কাজ করছে ৭ ইউনিট

দুদককে চাপ প্রয়োগ করলে তালিকা প্রকাশ করা হবে : দুদক চেয়ারম্যান

পর্যবেক্ষকদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান সিইসির

উপদেষ্টা পরিষদে গণভোট অধ্যাদেশ অনুমোদন

ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে : সিইসি

ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হবে ২০২৬ সালে : সানাউল্লাহ