ববির বঙ্গবন্ধু হল থেকে বিষধর সাপ উদ্ধার
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গবন্ধু হলের অফিস রুমের পাশে একটি গর্ত থেকে বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে যখন হলের দেয়ালঘেঁষে সাপটি উঠেছিল তখন একজন কর্মচারী দেখতে পান। পরে শিক্ষার্থীরা জড়ো হয়ে নেট দিয়ে গর্তটি ঘিরে রাখেন৷ পরে বিকেল ৩টায় সাপুড়েকে খবর দিলে তারা দীর্ঘক্ষণ চেষ্টা করে সাপটিকে উদ্ধার করে ধরে নিয়ে যায়।
সাপের পাশাপাশি এ সময় এক ডজন সাপের ডিমও উদ্ধার করা হয়৷ উদ্ধারকৃত সাপটি কেউটে বা কালকেউটে গোত্রের, যেটা বাংলাদেশে খুবই পরিচিত বিষধর সাপ। বাংলাদেশে যে কয়টি সাপের ছোবলে মানুষের মৃত্যু হয়, তার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু এই সাপের ছোবলে। কারণ, এ সাপের দংশন হলে অনেক সময় সাথে সাথে বোঝা যায় না।
এই সাপের বৈজ্ঞানিক নাম কমন ক্রেইট, মূলত ইলাপিডি গোত্রের বিষাক্ত সাপ।অঞ্চলভেদে আরো কিছু নাম রয়েছে, বরিশালে কালাঞ্জিরি, চট্টগ্রামে হানাস, উত্তরবঙ্গে জাতিসাপ নামেও ডাকা হয় এ সাপকে।শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচুর ঝোপ-ঝাড় হয়ে আছে।চারপাশে অপরিচ্ছন্নতা হয়ে আছে।যেগুলোর কারণে বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব বেড়ে গেছে।এমনকি কয়েকদিন আগে মেছো বাঘের দেখা মিলে।ক্যাম্পাস অগোছালো ক্যাম্পাসে পরিণত হয়ে আছে।আমরা এখন আতঙ্কে আছি।কারণ বিষধর সাপ আরো থাকতে পারে।এগুলো অপসারণ ও পরিষ্কার করা জরুরি।
খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে বিষাক্ত সাপের বিষ নিধনের জন্য কোন অ্যান্টিভেনমবা ভ্যাকসিন নাই৷এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন বলেন,ঘটনা জানার পরপরই হল প্রভোস্টদের সাথে কথা বলেছি৷ আগামীকাল থেকেই হলের আশে পাশে পরিষ্কার পরিছন্ন করার কাজ শুরু করা হবে৷ অ্যান্টিভেনম ব্যাবস্থা করার বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অ্যান্টিভেনম রাখার জন্য চিকিৎসকের সাথে কথা বলবো, দ্রুত যেন এটার ব্যবস্থা করে৷
এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মো. আরিফ হোসেন বলেন, ঘটনাটি শুনেছি৷ এটা মাটির নিচে ছিল ৷ সাধারণ গ্রামীণ পরিবেশে সাপ থাকবে না এর নিশ্চয়তা আমারা দিতে পারি না৷
উল্লেখ্য এর আগে গত ৬ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু হলের ছাদের সিড়িতে বিষধর সাপ পাওয়া যায়৷
এমএসএম / জামান
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন
জকসুতে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করবে সাংবাদিক সম্পদ
দীর্ঘ তিন যুগ পর জাবিতে ইসলামী ছাত্রশিবিরের মিছিল
জকসু নির্বাচন: ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
জকসু নির্বাচন: ছাত্রদল সমর্থিত "ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান" প্যানেল ঘোষণা,
Link Copied