হাবিপ্রবিতে ‘সুশাসন প্রতিষ্ঠা’ বিষয়ক সভা অনুষ্ঠিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানগণের জন্য ‘সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণ’ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। সভায় স্বাগত বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ। সভাপতিত্ব করেন প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার। সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. শাহ্ মইনুর রহমান।
সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প বাস্তবায়নে প্রশাসনের সকল স্তরে শুদ্ধাচার চর্চা ও সুশাসন অত্যন্ত জরুরি। এর উদ্দেশ্য হচ্ছে মূলত জবাবদিহিতা, যা প্রত্যেক পর্যায়ে নিশ্চিত করতে হবে। জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রয়োজন সকলের অংশগ্রহণ ও সকলের মাঝে সাম্য। এক্ষেত্রে কেউ যেন বঞ্চিত না হয়।
তিনি বলেন, সবার প্রতি সমান আচরণ, বঞ্চিত না করা, সবার অংশগ্রহণ, দুর্নীতি কমিয়ে নিয়ে আসা সবগুলো বিষয় নিয়েই মূলত সুশাসন প্রতিষ্ঠার ধারণা আমাদের মাঝে এসেছে। এর অংশ হিসেবেই হাবিপ্রবিতে শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীদের মাঝে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এই জবাবদিহিতার সাথে কী কী বিষয় জড়িত তা আমাদের জানতে হবে। পরিশেষে তিনি এ ধরনের সভা আয়োজনের জন্য আইকিউএসি এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে টেকনিক্যাল সেশনে মুখ্য আলোচক হিসেবে কথা বলেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান।
এমএসএম / জামান

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

জাকসুতে শিবির ও বাগছাসের প্যানেল ঘোষণা, বিলম্ব ছাত্রদল ও বাম সংগঠনের

জকসু নীতিমালা জমা আজ আগামী বুধবার বিশেষ সিন্ডিকেট সভা

চাঁদাবাজির ঘটনায় আলোচিত সেই আফ্রিদির বিরুদ্ধে মানহানীর অভিযোগ

জবি রোভার স্কাউটের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি

গকসু নির্বাচন: গঠনতন্ত্র ভেঙে ‘একক প্রার্থী বানানোর খেলা’, পণ্ড বৈঠক
Link Copied