ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

শাকিব খানের পর সর্বোচ্চ পারিশ্রমিক নিলেন আদনান আদি 


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-৯-২০২২ রাত ১:৪৩

আমি তোমার রাজা ,তুমি আমার রানী সিনেমার বাণিজ্যিক সাফল্যের পর আরো একটি নতুন۔ সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এ সময়ের জনপ্রিয় চিত্র নায়ক আদনান আদি।নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার জন্য আদনান আদি۔  ইতিমধ্যে অগ্রিম দশ লক্ষ্য টাকা অগ্রিম নিয়েছে যা বাংলাদেশের সুপারস্টার নায়ক সাকিব খান এর পর সর্বোচ্চ পারিশ্রমিক হিসেবে রেকর্ড গড়লো।আমি তোমার রাজা ,তুমি আমার রানী সিনেমা প্রদর্শনের পর দেশের বিভিন্ন হল এ সর্বোচ্চ বিক্রির রেকর্ড সৃস্টি করে যা সিনেমার ব্যয়কৃত লগ্নির পাশাপাশি ব্যাপক মুনাফা লাভ হয়।আদনান আদি বলেন ,আরো নতুন একটি ধামাকা নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছি যা বিগত সময়ে বাংলাদেশে এরকম সিনেমা এর আগে তৈরী করা হয়নি।সিনেমার নাম۔ এখনো ঠিক করা হয়নি তবে এর গল্প শোনার পর চুক্তিবদ্ধ না۔ হয়ে পারলাম   না কারণ অসাধারণ রোমান্টিক অ্যাকশন এর সংমিশ্রনে এই সিনেমা তৈরী হবে এবং এই সিনেমাতে আমার সাথে কলকাতা এবং মুম্বাই এর অনেক পরিচিত শিল্পী কাজ করবে।সেই সাথে সিনেমাটির শুটিং দেশের বাহিরে কলকাতা এবং মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে আগামী মাস থেকে।আদি আরো বলেন ,আমি যতটুকু আশা করেছিলাম  .  তার চেয়েও অনেক পেয়েছি যার কারণে আমি অনেক খুশি শুধু۔ তাই নয় আমার সিনেমার ডিরেক্টর প্রোডিউসার সবাই খুশি।এখন পরবর্তি সিনেমার জন্য নিজেকে প্রস্তূত করছি যাতে আগের চেয়ে আরো ভালো পারফরমেন্স করতে পারি।দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন ,একমাত্র দর্শক ভালোবাসার কারণে আমি এতদূর আসতে পেরেছি ,আমি আশা করবো যতদিন বেঁচে থাকবো ঠিক এভাবেই দর্শক ভালোবাসা পেয়ে যাবো।আপনারা বাংলা ছবি দেখুন এবং বাংলা ছবির সাথেই থাকুন।

এমএসএম / এমএসএম