ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

হাবিপ্রবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “কিংকর্ত্যবিমূঢ়-১৩”


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ২৬-৯-২০২২ রাত ৯:২৪

”মুক্ত চিন্তার দৃপ্ত প্রত্যয়” এই মূলমন্ত্রকে ধারণ করে দীর্ঘ ২ বছর পর দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আগামীকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন 'সেঁজুতি সাংস্কৃতিক ঐক্য'-এর আয়োজনে ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  “কিংকর্তব্যবিমূঢ়-১৩”। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সম্মুখস্থ উন্মুক্ত মঞ্চে বিকাল ৩ টায় শুরু হবে। 

উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সম্মতি জ্ঞাপন করেছেন হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদের জেনেটিক্স এন্ড এনিমেল ব্রিডিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ রাশেদুল ইসলামসহ বিভিন্ন শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

নাচ, গান, নাটক, র‍্যাম্প শো, গীতিনাট্য, কাব্যনাট্য ও আবৃত্তিসহ প্রায় ১৫ টি ইভেন্টে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজন হওয়ার কথা রয়েছে। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সেঁজুতি সাংস্কৃতিক ঐক্যের বর্তমান সভাপতি মোঃ নাজমুস সাকিব ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ আরাবী ইবনে হোসেন আবির। 

“কিংকর্তব্যবিমূঢ়-১৩” অনুষ্ঠানটির আয়োজন উপলক্ষে সেঁজুতি সাংস্কৃতিক ঐক্যের সভাপতি মোঃ নাজমুস সাকিব বলেন, “ মহামারী করোনার স্থবির সময়কে পাশ কাটিয়ে দীর্ঘ দুই বছর পর আগামীকাল মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ’সেঁজুতি সাংস্কৃতিক ঐক্য’ কর্তৃক "কিংকর্তব্যবিমূঢ়-১৩" শিরোনামে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে। সারা দেশসহ বিশ্বব্যাপী জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারের নির্দেশনার প্রতি সম্মতি জ্ঞাপন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বাংলাদেশ ছাত্রলীগ হাবিপ্রবি শাখার সহযোগিতায় এবারের “কিংকর্তব্যবিমূঢ়-১৩” অনুষ্ঠানটি টিএসসি চত্বরে বিকাল ৩ ঘটিকা হইতে সন্ধ্যা ৬ ঘটিকা সময়ের মধ্যে দিবালোকেই অনুষ্ঠিত হবে বলে আশা রাখি। করোনা পরবর্তী সময় মিলিয়ে প্রায় দুই বছর পর বিশ্ববিদ্যালয়ের একক কোনো সংগঠনের পক্ষ হতে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে সকলের সানন্দে অংশগ্রহণ আমাদের উৎসাহিত করবে"।

উল্লেখ্য, হাবিপ্রবি’র অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘সেঁজুতি সাংস্কৃতিক ঐক্য’ প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক নবীনবরণ অনুষ্ঠান ‘কিংকর্তব্যবিমূঢ়’ নামে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে থাকে। এর আগে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল মাঠে ২০১৯ সালের ১৮ নভেম্বর “কিংকর্তব্যবিমূঢ়-১২” অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু