আফগানিস্তান-ইরান সীমান্ত জেলা তালেবানদের দখলে
আফগানিস্তান-ইরান সীমান্ত ক্রসিংসহ দেশটির পশ্চিমাঞ্চলীয় একটি জেলার দখল নিয়েছে তালেবান। আফগানিস্তানের নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে। ওই নিরাপত্তা কর্মকর্তা বলেন, সশস্ত্র গোষ্ঠীটি দেশজুড়ে অব্যাহতভাবে হামলা চালিয়ে এগোচ্ছে।
গত সপ্তাহে ইরান, তাজিকিস্তান, তুর্কিমেনিস্তান, চীন ও পাকিস্তান সীমান্ত এলাকায় ব্যাপক তৎপরতা চালায় তালেবানরা। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার পুরোপুরি সম্পন্ন হওয়ার প্রস্তুতির প্রেক্ষাপটে দেশটিতে সরকারি সেনাদের বিরুদ্ধে অভিযান জোরালো করেছে সশস্ত্র সংগঠনটি।
খবর পাওয়া গেছে, তালেবান যোদ্ধা ও আফগান সরকারের সদস্যদের মধ্যে উজবেকিস্তানের সীমান্তবর্তী বাল্খ প্রদেশে খণ্ডযুদ্ধ চলছে। আফগানিস্তানের দুইজন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, হেরাত প্রদেশে ইরানের সঙ্গে ইসলাম কঅলা সীমান্ত ক্রসিং তালেবান যোদ্ধারা দখল করে নিয়েছেন। হামলার মুখে আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কাস্টমস কর্মকর্তারা ইরানে পালিয়ে গেছেন।
ইরানের সরকারি টেলিভিশন আল-আলালাম টিভি জানায়, তালেবানের হাত থেকে বাঁচতে আফগান সেনারা সীমান্ত পার হয়ে ইরানে প্রবেশ করেছেন। তবে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান দাবি করেন, ইরানের সঙ্গে ইসলাম কঅলা সীমান্ত ক্রসিং এখনো আফগান সরকারের নিয়ন্ত্রণেই আছে।
তবে এ বিষয়ে বক্তব্য জানতে হেরাত প্রদেশের গভর্নর ও পুলিশপ্রধানের সঙ্গে রয়টার্স যোগাযোগের চেষ্টা করলেও তারা কেউ ফোন ধরেননি। অন্য এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, হেরাত প্রদেশের পাঁচটি জেলা বিনা বাধায় দখল করে নিয়েছেন তালেবান যোদ্ধারা।
এ সপ্তাহের শুরুর দিকে আফগানিস্তানের বাদাখশান প্রদেশের অধিকাংশ এলাকা দখল করে নেয় তালেবানরা। যুদ্ধে তালেবানদের থেকে প্রাণ বাঁচাতে এক হাজারের বেশি আফগান সেনা প্রতিবেশি তাজিখিস্তানে পালিয়ে যায়।
গত বুধবার আফগানিস্তানের বাদঘিস প্রদেশের রাজধানী কালা-ই-নাউ দখলে নেয় তালেবানরা। শহরটির নিয়ন্ত্রণ ফিরে পেতে সেখানে শত শত কমান্ডো পাঠায় আফগান সরকার। গতকাল বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আমান বলেন, ‘শহরটি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে এবং তালেবানদের বিরুদ্ধে আমরা শহরের আশপাশে অব্যহতভাবে অভিযান চলিয়ে যাচ্ছি।’
প্রীতি / প্রীতি
পর্তুগালে নাগরিকত্ব আইনের কিছু ধারা আটকে দিল আদালত
যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনা, ক্রীড়া তারকাসহ নিহত ৭
সৌদিআরবে বাংলাদেশ কনস্যুলেটে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ পালন
ট্রাম্পের মন্তব্যের পর পদত্যাগের ঘোষণা দিলেন এফবিআই উপপ্রধান
মেড ইন সৌদি ২০২৫ এক্সপোতে সৌদি–বাংলাদেশ বাণিজ্যে নতুন অধ্যায়
২০২৫ সালে ৫,০০০০০ সেনা হারিয়েছে ইউক্রেন : রাশিয়া
ফিলিস্তিনি ও ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে প্রতারণা, ৪০ লাখ ডলার আত্মসাতের নেপথ্যে এক ইসরায়েলি
সীমান্ত উত্তেজনার মধ্যেই সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা থাইল্যান্ডের
সৌদি আরবে গান গাইতে এসে হিজাব পরলেন মার্কিন র্যাপার
রাশিয়ার সাবমেরিনে ইউক্রেনের হামলা
বিজয় দিবসে মোদির পোস্ট— একবারও উল্লেখ করলেন না বাংলাদেশের নাম