ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

হাবিপ্রবি’র স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আসন ১৫২৫


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ১৭-১০-২০২২ রাত ১০:৩১
জিএসটি অধিভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ন্যায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সোমবার (১৭ অক্টোবর)  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমান এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ভর্তি নির্দেশিকাটি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবারের শিক্ষাবর্ষের আসন সংখ্যা রয়েছে ১৫২৫ টি যা গতবছরের তুলনায় এবছর ১৬০টি আসন কমানো হয়েছে। ইতোমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হলেও আবেদন প্রক্রিয়া চলবে ২৭ অক্টোবর রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। তবে স্থাপত্য বিভাগে ভর্তির জন্য অতিরিক্ত ৩০০ টাকা প্রদান করতে হবে।
 
আগ্রহী ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জিএসটির ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। হাবিপ্রবি’র প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, কৃষি অনুষদ, ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স ও ফিসারিজ অনুষদে আবেদন করার জন্য অবশ্যই জিএসটি পরীক্ষায় জীববিজ্ঞান উত্তর করতে হবে। এছাড়া ইঞ্জিনিয়ারিং, সিএসই ও বিজ্ঞান ( রসায়ন বিভাগে ভর্তির জন্য রসায়ন উত্তর করতে হবে ) অনুষদের শিক্ষার্থীদের গনিত উত্তর করতে হবে।
 
এদিকে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং সহ কয়েকটি অনুষদে ১৬০ টি আসন কমানোয় সন্তোষ প্রকাশ করেছেন হাবিপ্রবি’র সাধারণ শিক্ষার্থীরা। ২০২০ শিক্ষাবর্ষে ২০০৫ জন শিক্ষার্থী ভর্তি হলেও ২০২১ শিক্ষাবর্ষে ১৬৮৫ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হয় হাবিপ্রবিতে। এবছর আরো ১৬০ আসন কমিয়ে ১৫২৫ জন শিক্ষার্থী ভর্তি হলে ধীরে ধীরে হাবিপ্রবি’র শিক্ষার্থীদের নানাবিধ সংকট কমে আসবে বলে প্রত্যাশা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের।
 
আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৩.৫০ করে মোট জিপিএ ৮.০০ থাকতে হবে এবং মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৩.২৫ করে মোট ৭.০০ থাকতে হবে। এছাড়া জিএসটি ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নূন্যতম ৩৫ নম্বর এবং কোটায় ভর্তিচ্ছুদের ক্ষেত্রে ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে ।

এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন