ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বিসিএস নন-ক্যাডারে সুপারিশের নিয়ম বাতিলের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ২০-১০-২০২২ দুপুর ৩:১২
৪০তম বিসিএস নন-ক্যাডারে সুপারিশের নিয়ম বাতিলসহ ছয় দফা দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার তালিকায় অপেক্ষমাণ থাকা দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সুপারিশ প্রত্যাশী প্রার্থীরা।
 
ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে (দিনাজপুর-ঢাকা মহাসড়ক) এই সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার তালিকায় থাকা অপেক্ষমান প্রার্থীরা। নন-ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন নিয়মে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছে প্রার্থীরা। নতুন নিয়ম চালু হলে ৩৭ ও ৩৮তম বিসিএসের তুলনায় কম সংখ্যক পদে নিয়োগ ও নিয়োগে দীর্ঘসূত্রিতা বাড়বে বলে আশঙ্কা তাদের।
 
প্রার্থীদের ৬ দফা দাবি সমূহ হলো- “বিজ্ঞপ্তির পরে ৪০-৪৪তম বিসিএস পর্যন্ত বিজ্ঞপ্তির তারিখওয়ারি নন-ক্যাডার পদ বিভাজনের মাধ্যমে পদসংখ্যা নির্ধারণের বেকার বিরুদ্ধ ও অযৌক্তিক সিদ্ধান্ত বাতিল, ৪০তম বিসিএস নন-ক্যাডারের পদ ৩৬, ৩৭ ও ৩৮তম বিসিএসকে দেওয়ার অযৌক্তিক সিদ্ধান্ত অবিলম্বে বাতিল, করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ইতিহাসের দীর্ঘকালীন ৪০তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের মধ্য থেকে সর্বোচ্চসংখ্যক প্রার্থীকে নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ করা, যে প্রক্রিয়া অনুসরণ করে পিএসসি ৩৪-৩৮তম বিসিএস নন-ক্যাডার তালিকা প্রকাশ করেছে, সেই একই প্রক্রিয়ায় বর্তমানে উদ্ভূত সমস্যার সমাধান, ‘যার যা প্রাপ্য, তাকে তা-ই দেওয়া হবে’—পিএসসির এমন বক্তব্যের সুস্পষ্ট ব্যাখ্যা ও বেকারত্ব সৃষ্টির অপপ্রয়াস বন্ধ করে বেকার বান্ধব নীতি গ্রহণ ও বাস্তবায়ন এবং গত এক যুগে পিএসসি যে স্বচ্ছ, নির্ভরযোগ্য ও বেকারবান্ধব প্রতিষ্ঠান ছিল, সেই ধারা অব্যাহত রাখা”।
 
উক্ত মানববন্ধনে ৪০তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন ক্যাডার তালিকায় অপেক্ষমাণ থাকা প্রত্যাশী প্রার্থীরা বলেন, “আপনারা নিশ্চয়ই ইতোমধ্যেই অবগত আছেন যে, আমরা মেধাবী শিক্ষার্থীরা কেনো আজ রাস্তায় দাড়িয়েছি। আমাদের দাবি একটাই আমরা আজ যে ছয় দফা দাবি নিয়ে সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করেছি, আমাদের সেই ৬ দফা দাবি অবশ্যই অবশ্যই মেনে নিতে হবে এবং বর্তমানে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার সুষ্ঠু সমাধান করতে হবে। আমরা মেধাবী শিক্ষার্থীরা কেনো আজ রাস্তায় দাড়িয়েছি, এর দায় কার- আমাদের নাকি রাষ্ট্রের? আপনারা এই মেধাবী শিক্ষার্থীদের দিকে তাকান এবং আমাদের এই বিষয়গুলো বিবেচনা করুন। যদি আমাদের এই দাবি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা আমাদের বর্তমান এই চলমান কর্মসূচী অব্যাহত রাখবো, আমরা চাই না রাজপথে নামতে। তাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের অনুরোধ থাকবে আমাদের দিকে আপনি তাকান এবং আমাদের এই ৬ দফা দাবি অবশ্যই বিবেচনা করুন"।

এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন