ঢাকা সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

নোবিপ্রবিতে অভিযুক্ত বিভাগীয় চেয়ারম্যান অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের আল্টিমেটাম


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ২৬-১০-২০২২ রাত ৮:৪৯

শিক্ষার্থীদের আর্থিক অবস্থা নিয়ে কটুক্তি, ব্যক্তিগত আক্রোশের জেরে মার্ক টেম্পারিংসহ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক  মিম্মা তাবাসসুম এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠার পরও প্রশাসনিক কোন ব্যবস্থা গ্রহণ না করায় আন্দোলনের আল্টিমেটাম দিয়েছে আন্দোলনরত পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। 

বুধবার ( ২৬ শে অক্টোবর)  বিকাল ৩ টায় আন্দোলনরত পরিসংখ্যান মাস্টার্স ২০২০-২১ সেশনের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে আয়োজন করে৷ সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, 
গত ১২ ই অক্টোবর আমরা পরিসংখ্যান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীরা পরিসংখ্যান বিভাগের বিভাগীয় চেয়ারম্যান  মিম্মা তাবাসসুমের বিরুদ্ধে ১০ টি অভিযোগ দায়ের করি যা বিজ্ঞান অনুষদের ডিন বরাবর দেয়া হয়। 

বিভাগীয় চেয়ারম্যান   মিম্মা তাবাসসুমের বিরুদ্ধে আমাদের  অভিযোগগুলো হচ্ছে, ব্যক্তিগত আক্রোশের জেরে শিক্ষার্থীদের নম্বর টেম্পারিক করা, পূর্বঘোষণা দিয়ে সম্মিলিতভাবে পুরো ব্যাচের নম্বর টেম্পারিং করা, বিভাগের অন্য শিক্ষকদের বিরুদ্ধে শ্রেণিকক্ষে ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্য করা, ‘ছোট বিশ্ববিদ্যালয়ে পড়’ বলে শিক্ষার্থীদের হেয় করা এবং (নোবিপ্রবিকে) নিজের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করা।

তাছাড়া, "  শিক্ষার্থীদের আর্থিক অবস্থা নিয়ে কটূক্তি, ল্যাব ক্লাসের সময় কটু কথা বললে শিক্ষার্থীদের প্রতি আক্রমণাত্মক হয়ে ওঠা, শিক্ষার্থীদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তোলা, উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যেতে শিক্ষার্থীদের হেয়প্রতিপন্ন করা, ‘তোমাদের ব্যাচ থেকে কীভাবে টিচার হয়, আমি তা দেখে নেব’ এ জাতীয় হুমকি দেওয়া, কর্মচারীদের ভুল তথ্যে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া শিক্ষার্থীদের হেনস্তা করা।

সেসময় শিক্ষার্থীরা অবিলম্বে বিভাগীয় প্রধানের পদ হতে অভিযুক্ত শিক্ষককে অব্যাহতি প্রদান করতে হবে এবং উক্ত অভিযোগের প্রেক্ষিতে চলমান এবং পরবর্তী সেমিষ্টারের রেজাল্টের সাথে কোনো প্রভাব না পড়ে তার নিশ্চয়তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিতে হবে দাবী জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর। 


সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, অভিযোগ দেয়ার পর থেকে উনি এবং ওনার হাজবেন্ড এবং কলিগ আমাদের ব্যাচের ছাত্র/ছাত্রীদের ব্যক্তিগতভাবে  ফোন দিয়ে এই অভিযোগ উঠিয়ে নেয়ার জন্য চাপ প্রয়োগ করে৷ আমাদের জুনিয়র ব্যাচের ছাত্রদের আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে আমাদের অভিযোগ গুলোকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছে। " 

এ সময়ে আন্দোলনরত শিক্ষার্থীরা আরো বলেন,  " কিন্তু দূর্ভাগ্যবশত অভিযোগ দায়ের করার দুই সপ্তাহ চলে যাওয়ার পরেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয় নি। তারা বিভিন্ন ব্যস্ততার অজুহাতে আমাদের ব্যাপারটি ছোট করে দেখেছেন এবং তাদের ব্যস্ততাকে বড় করে দেখেছেন।

উল্লেখ্য যে অভিযুক্ত শিক্ষক তার একাডেমিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা ক্লাসে ফিরে যেতে পারছি না। আমাদের মাস্টার্স প্রথম সেমিস্টারের ল্যাব পরীক্ষা স্থগিত রয়েছে, আমাদের আরেকটি সেমিস্টার বাকি রয়েছে। একটা সুষ্ঠু তদন্ত না করে প্রশাসনের এই দীর্ঘসূত্রিতা আমাদের একাডেমিক লাইফটাকে অনিশ্চিত করে দিচ্ছে।  

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষ্যে  বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আগামী  সোমবার ( ৩১ অক্টোবর)  পর্যন্ত আল্টিমেটাম প্রদান করেন। উক্ত সময়ের মধ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবী মানা না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ার প্রদান করেন শিক্ষার্থীরা।  

অভিযুক্ত পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক  মিম্মা তাবাসসুম সাথে  দৈনিক সকালের সময়  পত্রিকার  নোবিপ্রবি প্রতিনিধি  মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন  অধ্যাপক ড. মো.  হানিফ   দৈনিক সকালের সময়কে বলেন,  " ডিন অফিস থেকে পরিসংখ্যান বিভাগীয় চেয়ারম্যানকে নিজ বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে  আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের নির্দেশনা দেওয়া হয়েছিল।  ডিন অফিসের বেঁধে দেওয়া সময়ের মধ্যে শিক্ষার্থীদের নিয়ে আলাপ - আলোচনা আয়োজন করতে  ব্যর্থ হয়েছেন তিনি।  আগামীকাল, ডিন হিসেবে আমি বিষয়টি মাননীয় উপাচার্য ও উপ -উপাচার্য বরাবর প্রেরণ করবো। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হিসেবে মাননীয় উপাচার্য স্যার এ বিষয়ে আশা করি দ্রুত সিদ্ধান্ত প্রদান করবেন।

এমএসএম / এমএসএম

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু