ঢাকা সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

নোবিপ্রবিতে বাড়ছে চলন্ত লিফটে আটকা পড়ার ঘটনা, সাহায্য পাওয়া যায় নাহ জরুরি নম্বরে


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ৩১-১০-২০২২ দুপুর ২:৯

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবিতে)  একাডেমিক ভবন ২ এর লিফটে আটকা শিক্ষার্থীদের অসহযোগিতায় অভিযোগ উঠেছে লিফট অপারেটর ও জরুরি নম্বরের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে। পাশাপাশি প্রতিনিয়ত লিফটে যান্ত্রিক সমস্যায় লিফটে আটকে পড়ে ভোগান্তির সম্মুখীন হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। এতে করে শিক্ষার্থীদের মধ্যে লিফটে উঠা নিয়ে আতঙ্ক বিরাজ করছে।

৩০ শে অক্টোবর ( রবিবার)  সন্ধ্যা ৬ টা নাগাদ বিভাগীয় প্রেজেন্টেশন শেষে ১০ তলা থেকে নামার জন্য  লিফটে উঠেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৬ শিক্ষার্থী। লিফটে উঠার পর হঠাৎ করে লিফট বন্ধ হয়ে যাওয়া আটকা পড়েন ঐ ৬ জন  শিক্ষার্থী।

আটকে পড়া শিক্ষার্থীদের মধ্যে অন্যতম অর্থনীতি বিভাগের শিক্ষার্থী  স্মৃতি চক্রবর্তী বলেন, লিফটে জরুরি নম্বরে ফোন দেওয়ার পর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি জানান " আমি  ছুটিতে আছি। আপনি আমুক   স্যারকে ফোন দেন। " আমি বললাম, আমি নোট করতেছি আপনি নম্বরটি দিন। তখন তিনি আমার  ফোন কেটে দেন। পরবর্তীতে আমরা বিভাগীয় শিক্ষকের সহযোগিতায় লিফটে আটকে থাকা আবস্থা থেকে উদ্ধার হই। "


স্মৃতি চক্রবর্তী আরো বলেন,  " আমি বারবার  অনেকক্ষণ ধরে আটকে আছি  বলা সত্বেও ফোন কেটে দেওয়ার ঘটনাটি  প্রশাসনের দায়িত্বশীলহীনতার পরিচয়। উনি আমাদের জীবনের গুরুত্ব থেকে দায়িত্ব অন্যের কাঁধে তুলে দিতে বেশি  ব্যস্ত ছিলেন।

লিফটে আটকে পড়া অর্থনীতি বিভাগের আরেক শিক্ষার্থী তানভীরুল  ইসলাম  বলেন,লোডশেডিং হয়েছে কিছুক্ষণ পর চলে আসবে ভেবে আমরা প্রথমে ব্যাপারটা গায়ে নেয় নি। কিছুক্ষণ যাওয়ার পর যখন দেখলাম লিফট চালু হয় নি তখন সবাই ঘাবড়ে গিয়েছিলাম। তখন লিফটের ভেতর খুব গরম লাগতেছিলো, ২-১ জনের হাত-পা ঘেমে গিয়েছিলো। কিছুক্ষণের জন্য মনে হয়েছিলো, আর বুঝি এখান থেকে বের হতে পারবো না। "

সরজমিনে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়,  লিফটে শিক্ষার্থী আটকে পড়ার ঘটনা প্রতিনিয়ত ঘটছে। পাশাপাশি নিয়মিত যান্ত্রিক সমস্যার কারণে  ভোগান্তির সম্মুখীন হচ্ছেন শিক্ষার্থীরা। বহুতল ভবন হওয়ায় উপরে তলায় শিক্ষার্থীদের অনেক সময় সিঁড়ি বেয়ে উঠতে হয়৷ জরুরি নম্বরে ফোন দিয়েও সাহায্য না  পাওয়ার অভিযোগ শিক্ষার্থীদের।

নোবিপ্রবি শিক্ষার্থী তাসনিম বিনতে ওসমান বলেন, 
"এভাবে আমাদের সাথেও হয়েছিল।অন্যদিনের মত কারেন্ট চলে গেলে কিছুক্ষন পর আবার চলে আসবে। তারপর লিফট চালু করে দিবে এরকম  চিন্তা করে সবাই অনেকক্ষণ অপেক্ষা করার পর বুঝলাম ঝামেলা আছে।দুইটা নাম্বারের একটা ছিল ছেঁড়া ছিল ।যাকে ফোন করলাম, তিনি বললেন ছুটিতে আছেন ।সবচেয়ে বিরক্তিকর   ব্যাপার ছিল অনেকক্ষণ   পর আমাদেরকে কলে জিজ্ঞেস করে "তোমরা কত তলায় আছো এখন?  লিফটের ভিতর থেকে কিভাবে বলব আমরা এখন কয় তলায় আছি।


  টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জয় চক্রবর্তী বলেন,  অডিটোরিয়াম ভবনের ৫ তলায় এক আপু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় লিফটে করে নামানোর প্রয়োজন ছিল। কিন্তু লিফট বন্ধ থাকায় আমরা লিফটের জরুরি নম্বরে অনেকক্ষণ যোগাযোগ করেও লিফট চালু করতে পারি নাই। উনারা বিষয়টাকে গুরুত্ব না দিয়ে আমাদের বেশ অনেক সময় হয়রানি করেন। পরবর্তীতে আধা ঘণ্টা পর আমরা কষ্ট করে অসুস্থ আপুকে নামাতে হয়েছে।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক আরমান  বলেন,  " একদিন হঠাৎ করে আমরা চলন্ত  লিফটে আটকা পড়ি। জরুরি নম্বরে ফোন দেওয়ার পর উনি বলতেছে উনি ছুটিতে। উনি কিছু করতে পারবেন নাহ। আমার প্রশ্ন হলো, তাহলে এনাদের নম্বর জরুরি নম্বর তালিকায় রাখার লাভ কি?  জরুরি সময়ে এনাদের তো  পাওয়া যায় নাহ।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস  বলেন,  কিছুদিন আগেও একাডেমিক ২ এর লিফটে উঠার পর কারেন্ট চলে গিয়েছিল তখন আমরা কয়েকজন লিফটে আটকা পড়ি।একজন বলেছিল,  লিফটটা নষ্ট, প্রায় সময় এই রকম সমস্যা হয়। কিছুক্ষণ পরে আবার অবশ্য লিফট চালু হয়।আমার মতে,   প্রায় সময় যেহেতু এই রকম সমস্যা হয় তাহলে ত লিফটটা  ঠিক করা উচিৎ। ভয় লাগে এখন আমাদের  লিফটে উঠতে।

চলন্ত লিফটে শিক্ষার্থী আটকে পড়ার ঘটনা নিয়ে  নোবিপ্রবির  উপ- উপাচার্য অধ্যাপক ড.  মোহাম্মদ আবদুল বাকী এর সাথে মোবাইলে  যোগাযোগের চেষ্টা করা হলেও উনাকে ফোনে পাওয়া যায়নি। নোবিপ্রবির এসব লিফট নিয়ে নিরাপত্তা আতঙ্কে  শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবশ্যই নিরাপদ রাখার জন্য বিশ্ববিদ্যালয় প্রস্তুত। লিফট সমস্যা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, রোববার (৩০ অক্টোবর) লিফটে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের লিফটে আটকে পড়ার বিষয়টি জেনেছি। বিশ্ববিদ্যালয়ের  লিফটম্যান শুধুমাত্র  একজন হওয়ায় সবসময় তাকে পাওয়া যায় নাহ। আগামী সপ্তাহের মধ্যে নতুন তিনজন লিফটম্যান নিয়োগ হলে লিফটজনিত  সমস্যা সমাধান আশা করি সম্ভব হবে।

এমএসএম / এমএসএম

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি