ফুসফুসে ক্যানসার হয়েছে বুঝবেন যেভাবে

যে কোনো রোগের মতোই কিছু পূর্ব সঙ্কেত থাকে ফুসফুসের ক্যানসারেরও। ক্যানসারের মতো রোগের ক্ষেত্রে সঙ্কেত চেনা কিছুটা কঠিন। রোগের সঙ্কেত যত তাড়াতাড়ি চেনা যাবে, ততই দ্রুত চিকিৎসকের সাহায্য চাওয়া যেতে পারে। বিশেষ করে ফুসফুসের ক্যানসার বেশ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ফলে তার লক্ষণগুলো দ্রুত চিনে নেওয়া দরকার।
চলুন তবে জেনে আসি কী কী লক্ষণ দেখে বুঝবেন আপনি ফুসফুসের ক্যানসারে আক্রান্ত-
১। কাশি: অনেক সময় ঠান্ডা লেগেও দীর্ঘদিন ধরে কাশি হয়। কিন্তু ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে দিনের পর দিন কোনো কারণ ছাড়াই কাশি হতে থাকে। ওষুধ খেয়েও কমে না। তিন সপ্তাহের বেশি কাশি থাকলে কালবিলম্ব না করে যোগাযোগ করতে হবে চিকিৎসকের সঙ্গে।
২। স্বরভঙ্গ: অনেকের ক্ষেত্রেই ফুসফুসের ক্যানসারে দেখা যায় গলার স্বর ভেঙে যাওয়ার সমস্যা। ফুসফুসে ক্যানসার বাড়তে থাকলে তার প্রভাব গিয়ে পড়ে নানা স্তরে। যার কারণে গলার স্বর বদলে যায়। সব সময়ই গলা ভেঙে থাকে।
৩। ক্লান্তি: যে কোনো ক্যানসারের অন্যতম প্রধান উপসর্গ ক্লান্তি। ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে যেহেতু শ্বাস নিতে কষ্ট হয়, তাই এই সমস্যা আরও বাড়ে। রোগীর শরীরে অক্সিজেনের মাত্রা কিছুটা কমে যাওয়ারও আশঙ্কা থাকে। সে কারণে ক্লান্তিও বাড়ে।
৪। রক্ত পড়া: ফুসফুসের ক্যানসারে অনেক সময় কাশির সঙ্গে রক্ত পড়ে। পাশাপাশি শ্বাস নিতে কষ্ট হয়। সমস্যা আরও বাড়ে ফুসফুসে ক্যানসার ছড়িয়ে পড়তে থাকলে। রোগের দাপটে বন্ধ হয়ে যেতে শুরু করে শ্বাস নেওয়ার পথটিও। ফলে যত দিন যায়, তত বাড়ে সমস্যা।
৫। গায়ে ব্যথা: ক্লান্তির মতোই যে কোনো ধরনের ক্যানসারের ক্ষেত্রেই গায়ের ব্যথা অন্যতম প্রধান উপসর্গ। ফুসফুসের ক্যানসারের ক্ষেত্রে বুক, পিঠ ও কাঁধের আশপাশে বেশি ব্যথা হয়। তাই এসব লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
প্রীতি / প্রীতি

স্বাস্থ্যখাতে ‘দুর্নীতির হোতা’ মিঠু গ্রেপ্তার

ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১০০ ছুঁইছুঁই

সংখ্যা নিয়ে বিভ্রান্তি, নতুন ব্যাখ্যায় নিহত ৩৪

বিএসএমএমইউয়ে নতুন নামের ব্যানার, বাদ বঙ্গবন্ধু শেখ মুজিব

মেডিকেলে থাকছে মুক্তিযোদ্ধা কোটা, যাচাই-বাছাই ২৯ জানুয়ারি পর্যন্ত

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭ রোগী

ডেঙ্গুতে ঢাকায় কর্মক্ষম মানুষের মৃত্যু বেশি

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৮৮

বেসরকারি মেডিকেল শিক্ষায় অশনি সংকেত অটোমেশন; ক্ষুব্ধ অভিভাবকরা

ইডেন মাল্টি কেয়ার হাসপাতালের বিরুদ্ধে অপচিকিৎসার অভিযোগ

ক্যানসার রহস্যের জট খোলার নতুন ‘সূত্রের’ সন্ধান মিলেছে
