ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

চিকিৎসাধীন রনি ফিরলেন শুটিংয়ে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-১১-২০২২ দুপুর ৪:৪০

দেশের জনপ্রিয় অভিনেতা-সঞ্চালক-স্ট্যান্ড আপ কমেডিয়ান আবু হেনা রনি। গত ১৬ সেপ্টেম্বর গাজীপুর মেট্রো পলিটন পুলিশের চতুর্থ বর্ষপূর্তির অনুষ্ঠান ও নাগরিক সম্মেলনে গ্যাস বেলুন বিস্ফোরণে গুরুতর আহত হোন তিনি।

এরপর টানা ৩০ দিন হাসপাতালে চিকিৎসা শেষে সম্প্রতি ঘরে ফিরেন রনি। এই অভিনেতা এখন অনেকটাই সুস্থ। শুধু বাম হাতটিতে রয়েছে এখনও খানিকটা ক্ষত। সেটিও দ্রুতই সেরে উঠবে বলে জানান তিনি। বেলুন বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসা নেয়ার পর প্রায় দেড় মাস শুটিংয়ে ফিরলেন তিনি। 

সোমবার থেকেই শুটিং শুরু করেছেন তিনি। শুটিংয়ে ফেরার অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, আমি এখনও চিকিৎসাধীন আছি। বাসা থেকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। তাই আরও কিছুদিন নিজের মতো করে এবং অবস্থা বুঝে কাজ করব।

অসুস্থ হওয়ার আগে দেশের একটি বেসরকারি টেলিভিশনে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান ‘টক মিষ্টি ঝাল’ উপস্থাপনা করতেন রনি। দুর্ঘটনার কারণে অসুস্থতায় অনুষ্ঠানটির শুটিং বন্ধ ছিল। রনি সুস্থ হওয়ায় অনুষ্ঠানের শুটিং আবার শুরু হয়েছে। অনুষ্ঠানে তার অতিথি ছিলেন আঁখি আলমগীর ও গোলাম কিবরিয়া তানভীর। শুটিংয়ে ফিরে দারুণ খুশি রনি।

তিনি বলেন, শিল্পী তো শিল্পেই বাঁচে। তাই আমিও ফেরার অপেক্ষায় মুখিয়ে ছিলাম। দীর্ঘ দেড় মাস কাজের বাইরে থেকে প্রতিটি মুহূর্তে মনে হয়েছে, আবার কবে কাজে ফিরব। ভালো লাগছে কাজে ফিরে। সবাই দোয়া করবেন আমার জন্য। 

প্রীতি / প্রীতি