পিরিয়ড নিয়ে মন্তব্যে সমালোচনার মুখে রাশমিকা
মাসিকজনিত ব্যথা নিয়ে নিজের মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানাকে ঘিরে। সম্প্রতি জগপতি বাবুর টকশো ‘জয়ম্মু নিশ্চয়ম্মু রা’–তে অংশ নিয়ে তিনি বলেন—পুরুষদেরও অন্তত একবার মাসিক হওয়া উচিত, যাতে নারীরা প্রতি মাসে যে ব্যথা ও মানসিক চাপে থাকেন, তা তারা অনুভব করতে পারে। তার এই মন্তব্য ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানামুখী প্রতিক্রিয়া দেখা যায়।
অনেকেই রাশমিকার বক্তব্যকে ‘পুরুষদের প্রতি সংবেদনহীন’ বলে সমালোচনা করেন। এ নিয়ে এক্স–এ একজন ভক্ত একটি ক্লিপ শেয়ার করে লিখেন, ‘রাশমিকার বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। এটা কোনো তুলনা নয়, শুধু নারীদের ব্যথা ও অনুভূতিকে বোঝার আহ্বান।’ সেই পোস্টের জবাবে রাশমিকা লিখেছেন, ‘এমনটাই হয়… আমি একটি কথা বলি, আর সেটাকে সম্পূর্ণ অন্যভাবে তুলে ধরা হয়। এ কারণেই সাক্ষাৎকারে যেতে ভয় লাগে।’
শো–তে যখন উপস্থাপক জগপতি বাবু তাকে জিজ্ঞেস করেন যে- তিনি কি সত্যিই মনে করেন পুরুষদের মাসিক হওয়া উচিত, তখন অভিনেত্রী বলেন, ‘হাঁ। অন্তত একবার হলেও পুরুষদের পিরিয়ড হওয়া উচিত, যাতে তারা ব্যথা ও মানসিক যন্ত্রণা বুঝতে পারে। হরমোনের ওঠানামায় আমরা অনেক সময় এমন অনুভূতির মধ্য দিয়ে যাই, যা ব্যাখ্যা করাও কঠিন। যতই বোঝানোর চেষ্টা করুন, পুরুষরা সে অনুভূতি বুঝতে পারে না। তাই মনে হয়, একবার হলেও তারা এ অভিজ্ঞতা পাক।’
নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, ভয়াবহ পিরিয়ড–ব্যথার কারণে তিনি একবার অজ্ঞানও হয়ে গিয়েছিলেন। বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষা করেও তার সেই অসহ্য ব্যথার কারণ নির্ণয় করা যায়নি। রাশমিকার ভাষায়, ‘প্রতি মাসে আমি ভাবি—ঈশ্বর, কেন আমাকে এত কষ্ট দিচ্ছো? আমি মনে করি, যিনি এই ব্যথা অনুভব করেননি, তিনি তা সত্যিকারে বুঝতেও পারবেন না। তাই মনে হয় পুরুষদের একবার হলেও এই অভিজ্ঞতা হওয়া উচিত।’
এদিকে, কাজের দিক থেকে রাশমিকা মান্দানা সর্বশেষ অভিনয় করেছেন তেলুগু ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’–এ, যেখানে তার সহ–অভিনেতা ছিলেন ধীকশিত শেঠি। ব্যক্তিজীবনেও তিনি আলোচনায় রয়েছেন। আলোচিত প্রেমিক বিজয় দেবরাকোন্ডার সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হতে পারে বলে আলোচনা চলছে।
Aminur / Aminur
অভিনয় ছেড়ে দ্বীনের পথে চলবেন জানিয়ে নায়িকার পোস্ট, পরে ডিলিট!
পুরুষ করলে বাহবা পায় নারী করলেই দোষ : মালাইকা
কোন ভয়ে সিনেমা করেননি দীপা খন্দকার?
কণ্ঠ দিয়ে চমকে দিলেন ফারিণ, ঝড় তুলল ‘মন গলবে না’
বিয়ে নিয়ে প্রথম মুখ খুললেন রাশমিকা
‘শীতে প্রেমিকের হুডি চুরি করতাম, এবার কিনতে হবে’
জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ডস ২০২৪’
আইনি বিপাকে নেহা শর্মা
আবার ম্রুণালের প্রেমের গুঞ্জন
নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা
শর্তই কি দীপিকার কাল হলো?
আইনি বিপাকে নেহা শর্মা