ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

মূল্যস্ফীতির তথ্য দেরিতে প্রকাশের কারণ জানতে চেয়েছে আইএমএফ


সাদিক হাসান পলাশ photo সাদিক হাসান পলাশ
প্রকাশিত: ১-১১-২০২২ বিকাল ৫:৩৪
মূল্যস্ফীতির আগস্ট মাসের তথ্য নিয়ে চলছে লুকোচুরি। সেপ্টেম্বর মাস শেষ হয়েছে, অথচ সরকার আগস্ট মাসের মূল্যস্ফীতির তথ্যও তখন প্রকাশ করেনি। বেশি হারে বেড়েছে বলেই মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করা হচ্ছে না।
 
বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতির তথ্য-উপাত্ত নিয়ে একধরনের রাজনীতি করা হচ্ছে। সাধারণত প্রথম সপ্তাহেই আগের মাসের মূল্যস্ফীতির তথ্য তৈরি করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আগস্ট মাসে কেন মূল্যস্ফীতির তথ্য দেরিতে প্রকাশ করা হলো এটার কারণ জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। 
 
একইসাথে সঠিক সময়ে মূল্যস্ফীতির তথ্য প্রকাশের বিষয়েও পরামর্শ দিয়েছে আইএমএফ। এছাড়াও যাতে করে তিন মাস পরপর জিডিপির প্রবৃদ্ধির তথ্য দেয়ার কাজের বর্তমান অবস্থা সম্পর্কেও জানতে চেয়েছে আইএমএফ।
 
মঙ্গলবার আইএমএফ মিশন প্রধান রাহুল আনন্দ’র নেতৃত্বে একটি দল বিবিএস মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মতিয়ার রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরে আইএমএফ।
 
বৈঠক সূত্র জানায়, মোট দেশজ উৎপাদন বা জিডিপির ভিত্তি বছর পরিবর্তন করতে চার বছর ধরে চেষ্টা করে না পারলেও তিন মাস পরপর জিডিপির প্রবৃদ্ধির তথ্য দিতে চায় পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্দেশিকা মানতে গিয়ে ত্রৈমাসিক তথ্য দেওয়ার কাজ শুরু করেছে সরকারি সংস্থাটি।
 
বিবিএসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন জিডিপি প্রবৃদ্ধি পরিমাপ করা হয় ২০০৫-০৬ অর্থবছরকে ভিত্তি ধরে। এটি পরিবর্তন করে ২০১৫-১৬ অর্থবছর করার উদ্যোগ নেওয়া হয়েছিল ২০১৭ সালে। কিন্তু গত ৫ বছরেও ভিত্তি বছর পরিবর্তন করতে পারেনি সংস্থাটি। কয়েক বছরে জিডিপির ভিত্তি বছর পরিবর্তন করতে না পারলেও এখন ত্রৈমাসিক তথ্য দিতে চায় বিবিএস।
 
বর্তমানে বিবিএস বছরে দুই বার জিডিপি প্রবৃদ্ধির তথ্য দেয়। বছর শেষে একটা সাময়িক এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ তথ্য দেয়। তবে এই পদ্ধতি বাতিল করে প্রবৃদ্ধি বছরে তিনবার প্রকাশ করার পরামর্শ দিয়েছে আইএমএফ। যাতে করে দেশের আর্থিক স্বাস্থের অগ্রগতি সব সময় জানা যায়।
 
আইএমএফ-এর সঙ্গে বৈঠক প্রসঙ্গে বিবিএস ডিজি বলেন, এটা তেমন কোন বৈঠক নয়, রুটিন মাফিক বলা যায়। আইএমএফ কোয়ার্টারলি জিডিপি প্রবৃদ্ধির বিষয়ে জানতে চেয়েছে। আমরাও এই বিষয়ে কাজ করছি। তবে এটা বললেই হবে না। কারণ চাইলেই হবে না। আমরা যাদের কাছ থেকে তথ্য নিয়ে প্রবৃদ্ধি প্রকাশ করবো তাদেরও সেই প্রস্তুতি থাকা লাগবে। সবাইকে এই বিষয়ে আমরা প্রস্তুত করছি। আইএমএফ প্রতিনিধি আমাদের সঙ্গে কাজ করছে। আমরাও সভা সেমিনার করছি কিভাবে এটা করা যায়। তবে কতে থেকে কোয়ার্টারলি প্রকাশ করতে পারবো তা এখন বলা যাবে না। দক্ষিণ এশীয়ায় সবাই এটা করছে আমাদেরও এটা করতে হবে।
 
মূল্যস্ফীতি নিয়ে আইএমএফ কোন সুপারিশ বা পরামর্শ দিয়েছে কি? এমন প্রশ্নের জবাবে মতিয়ার রহমান বলেন, তারা কোন সুপারিশ বা পরামর্শ দেয়নি। তবে আগস্ট মাসে ‍মূল্যস্ফীতির তথ্য দিতে দেরি হয়েছে কেন এটার কারণ জানতে চেয়েছে। আমরা বলেছি এই বিষয়ে। কারণ আমরা তথ্য প্রকাশ করতে আমাদের উপর পর্যায় থেকে অনুমতি লাগে এটা পেতে দেরি হয়েছে। এই কারণেই মূলত দেরি হয়েছে এ ছাড়া অন্য কোন কারণ নেই।

এমএসএম / এমএসএম

ব্যবসায়ীদের একটু দায়িত্বশীল হতে হবে

বাজারে ভরপুর শীতের সবজি, তবুও কমছে না দাম

স্বল্প ব্যয়ে ন্যানোকণা তৈরিতে ড. আব্দুল আজিজের যুগান্তকারী উদ্ভাবন

নির্বাচনে স্পর্শকাতর জায়গায় বডি ওর্ন ক্যামেরা, কমবে সংখ্যা

Utilization Permission (UP) ইস্যুতে Customs Bond Management System (CBMS) ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১৭ হাজার কোটি টাকা

কমেনি পেঁয়াজের দাম, সরবরাহ বাড়ছে শীতের সবজির

ব্যবসায় প্রবৃদ্ধি, তবুও ৩ মাসে তিতাস গ্যাসের লোকসান ২৪৯ কোটি

১৬৪ টাকায় সয়াবিন তেল ও ৯৪ টাকায় চিনি কিনবে সরকার

নতুন পে-স্কেলের ফ্রেমওয়ার্ক দিয়ে যাবে বর্তমান সরকার

শুল্কমুক্ত সুবিধায় আনা ৩১ বিলাসবহুল গাড়ি হস্তান্তরের নির্দেশ

বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারির পরও কমছে না পেঁয়াজের দাম

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা