ব্যবসায় প্রবৃদ্ধি, তবুও ৩ মাসে তিতাস গ্যাসের লোকসান ২৪৯ কোটি
দেশের সবচেয়ে বড়ো গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির ব্যবসায় প্রবৃদ্ধি হওয়া সত্ত্বেও বড়ো লোকসান হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রাষ্ট্র মালিকানাধীন এ কোম্পানিটির আয় হয়েছে সাড়ে ৯ হাজার কোটি টাকার বেশি। এই আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১৭ শতাংশ বেশি। তা সত্ত্বেও উৎপাদন খরচের চাপে আলোচিত সময়ে কোম্পানির ২৪৯ কোটি টাকার বেশি লোকসান হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশ করা হয়েছে। তবে, কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদন দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে তিতাস গ্যাসের আয় হয়েছে ৯ হাজার ৬৫৫ কোটি ৭৪ লাখ টাকা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ৮ হাজার ২৬৭ কোটি ৬১ লাখ টাকা। অর্থাৎ আলোচিত তিন মাসে কোম্পানির আয় বেড়েছে ১ হাজার ৩৮৮ কোটি ১৩ লাখ টাকা বা ১৬ দশমিক ৭৯ শতাংশ।
আলোচ্য সময়ে তিতাসের গ্যাস উত্তোলন ও সঞ্চালন বাবদ খরচ হয়েছে ৯ হাজার ৮২৬ কোটি ২৭ লাখ টাকা, যা কোম্পানির মোট আয়ের চেয়েও ১৭০ কোটি ৫৩ লাখ টাকা বেশি। এই বড়ো উৎপাদন ব্যয়ের ভারে কোম্পানিটি সার্বিকভাবে বড়ো লোকসান করেছে।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে তিতাস গ্যাসের কর পরবর্তী নিট লোকসান হয়েছে ২৪৯ কোটি ২৫ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এই লোকসান হয়েছিল ১৮৮ কোটি ৬৪ লাখ টাকা। অর্থাৎ আলোচিত তিন মাসে কোম্পানির লোকসান বেড়েছে ৬০ কোটি ৬১ লাখ টাকা বা ৩২ দশমিক ১৩ শতাংশ।
তিতাস গ্যাস ২০২২-২৩ অর্থবছর থেকে লোকসানে রয়েছে। ওই বছর কোম্পানির নিট লোকসান হয়েছিল ১৬৫ কোটি ১৪ লাখ টাকা। পরের বছরে এই লোকসান আরো বেড়ে ৭৪০ কোটি ৮ লাখ টাকা হয়েছিল। সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে যা আরো বেড়ে ৭৭২ কোটি ৪ লাখ টাকা নিট লোকসান হয়েছে।
এমএসএম / এমএসএম
এলপিজির দাম বাড়ল ৩৮ টাকা
এক সপ্তাহে ব্রয়লারের দাম বাড়ল ২০ টাকা, মাঝারি ইলিশ ১৫০০
ব্যবসায়ীদের একটু দায়িত্বশীল হতে হবে
বাজারে ভরপুর শীতের সবজি, তবুও কমছে না দাম
স্বল্প ব্যয়ে ন্যানোকণা তৈরিতে ড. আব্দুল আজিজের যুগান্তকারী উদ্ভাবন
নির্বাচনে স্পর্শকাতর জায়গায় বডি ওর্ন ক্যামেরা, কমবে সংখ্যা
Utilization Permission (UP) ইস্যুতে Customs Bond Management System (CBMS) ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড
সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১৭ হাজার কোটি টাকা
কমেনি পেঁয়াজের দাম, সরবরাহ বাড়ছে শীতের সবজির
ব্যবসায় প্রবৃদ্ধি, তবুও ৩ মাসে তিতাস গ্যাসের লোকসান ২৪৯ কোটি
১৬৪ টাকায় সয়াবিন তেল ও ৯৪ টাকায় চিনি কিনবে সরকার
নতুন পে-স্কেলের ফ্রেমওয়ার্ক দিয়ে যাবে বর্তমান সরকার