ঢাকা রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

মূল্যস্ফীতির সঙ্গে বেতনের সমন্বয় নেই


সাদিক হাসান পলাশ photo সাদিক হাসান পলাশ
প্রকাশিত: ২-১১-২০২২ দুপুর ২:২৮

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মূল্যস্ফীতির সঙ্গে বেতনের সমন্বয় নেই। মূল্যস্ফীতি যেভাবে বেড়েছে বেতন-ভাতা সেভাবে বাড়েনি। তিনি বলেন, এটা স্বীকৃত যে মাপে মূল্যস্ফীতি বেড়েছে, বেতন ভাতা ওই মাপে বাড়েনি ।

বুধবার (২ নভেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন আইএলও’র ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ (এসএমই) বিশেষজ্ঞ গুঞ্জন দালাকোটি, প্রধান টেকনিক্যাল উপদেষ্টা ইগোর বোস, জাতীয় প্রকল্প সমন্বয়ক অ্যানি ডং ও প্রোগ্রাম অফিসার খাদিজা খন্দকার।

পরিকল্পনামন্ত্রী বলেন, মূল্যস্ফীতি বাড়ার মূল কারণ আমাদের মনে রাখা উচিত। এটা আমাদের বাজারের ব্যর্থতা নয়। আমাদের বাজার এখন বিশ্ব বাজারের সাথে গভীরভাবে সম্পর্কিত। অন্য বাজারের চাপগুওলো আমাদের এখানে এসেছে।

তিনি আরো বলেন, তবুও আমি দাবি করে বলতে পারি মূল্যস্ফীতি যে হারে বেড়েছে, আমাদের মতো নিম্নআয়ের দেশের জন্য ভালো মনে করি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, শ্রমিক সংগঠনগুলোর দাবি অনুযায়ী মজুরি বাড়িয়ে দিতে হবে সেভাবে কিছু বলেনি আইএলও। তারা শুধু বলেছে, চা শ্রমিক ও উপকূলীয় জেলেদের মজুরি বাড়ানোর কথা। আমরা তো সম্প্রতি চা শ্রমিকদের মজুরি বাড়িয়েছি। মজুরি বাড়ানোর কাজ চলছে, সামনের দিকে আরো বাড়ানো হবে। তবে আমি মনে করি চা বাগানের শ্রমিক ও উপকূলীয় অঞ্চলের জেলেদের মজুরি বাড়ানোর দিকটা দেখা উচিত।

মন্ত্রী আরো বলেন, চা শ্রমিকদের এক হাজার টাকা বাড়িয়ে দিলেও তারা অনেক সময় চা বাগান ছেড়ে যায় না। তারা ঐ বাগানেই থাকতে চায়। কারণ তারা আবহমানকাল থেকে এই চা বাগানে থাকে। অনেকে ভাবে তাদেরকে কাজ করাতে বাধ্য করা হচ্ছে। আসলে বিষয়টা এমন নয়।

আইএমএফ এর ঋণ আসলে অর্থনীতি স্বস্তির জায়গায় আসবে কী না এমন প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী বলেন, আমার পকেটে ১০০ টাকা আছে এখন কেউ ১০ টাকা ধার দিলে কিছুটা ভালো হবে। আইএমএফ ঋণেও সাময়িক স্বস্তি মিলবে। তবে সরকার অস্বস্তিতে নেই, সবাই তো বাজারে যায়। বিষয়টা এমন নয় আজকে দাম এক কালকে হঠাৎ করেই আরেক হলো। এমনিতেই কার্তিক মাসে ঘরের চাল কমে যায়। এটা নিয়মিত প্রক্রিয়া। মাসের শুরুতে পকেটে যেমন থাকবে, শেষেও তেমন থাকবে তা নয়।

সাদিক পলাশ / সাদিক পলাশ

কমানোর ১২ ঘণ্টার মধ্যেই বেড়ে ২ লাখ ৫৫ হাজার ছাড়াল সোনার দাম

শীত শেষ হওয়ার আগেই চড়া সবজির বাজার

জাপানে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের উদ্যোগ

বাংলাদেশে অটোমোটিভ শিল্পের ভবিষ্যৎ নিয়ে বিডা ও টয়োটা বাংলাদেশের বৈঠক

জানুয়ারির ১৮ দিনে ২ বিলিয়ন ডলার ছাড়ালো রেমিট্যান্স

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

কমেছে ডিমের দাম, মাছ-মুরগির বাজার স্থিতিশীল

অর্থবছর শেষে প্রবৃদ্ধি হবে ৪.৬ শতাংশ : বিশ্বব্যাংক

সৌদি আরব থেকে ৪০ হাজার টন ইউরিয়া সার আনবে সরকার

সব রেকর্ড ভেঙে সোনার ভরি দুই লাখ ৩২ হাজার

এলপিজি আমদানিকারকদের জন্য ঋণ সুবিধা সহজ করল বাংলাদেশ ব্যাংক

ভারতের সঙ্গে ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা

সহনশীলতা বজায় রেখে স্থিতিশীলতার পথে বাংলাদেশের অর্থনীতি