মূল্যস্ফীতির সঙ্গে বেতনের সমন্বয় নেই
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, মূল্যস্ফীতির সঙ্গে বেতনের সমন্বয় নেই। মূল্যস্ফীতি যেভাবে বেড়েছে বেতন-ভাতা সেভাবে বাড়েনি। তিনি বলেন, এটা স্বীকৃত যে মাপে মূল্যস্ফীতি বেড়েছে, বেতন ভাতা ওই মাপে বাড়েনি ।
বুধবার (২ নভেম্বর) পরিকল্পনা মন্ত্রণালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন আইএলও’র ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ (এসএমই) বিশেষজ্ঞ গুঞ্জন দালাকোটি, প্রধান টেকনিক্যাল উপদেষ্টা ইগোর বোস, জাতীয় প্রকল্প সমন্বয়ক অ্যানি ডং ও প্রোগ্রাম অফিসার খাদিজা খন্দকার।
পরিকল্পনামন্ত্রী বলেন, মূল্যস্ফীতি বাড়ার মূল কারণ আমাদের মনে রাখা উচিত। এটা আমাদের বাজারের ব্যর্থতা নয়। আমাদের বাজার এখন বিশ্ব বাজারের সাথে গভীরভাবে সম্পর্কিত। অন্য বাজারের চাপগুওলো আমাদের এখানে এসেছে।
তিনি আরো বলেন, তবুও আমি দাবি করে বলতে পারি মূল্যস্ফীতি যে হারে বেড়েছে, আমাদের মতো নিম্নআয়ের দেশের জন্য ভালো মনে করি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, শ্রমিক সংগঠনগুলোর দাবি অনুযায়ী মজুরি বাড়িয়ে দিতে হবে সেভাবে কিছু বলেনি আইএলও। তারা শুধু বলেছে, চা শ্রমিক ও উপকূলীয় জেলেদের মজুরি বাড়ানোর কথা। আমরা তো সম্প্রতি চা শ্রমিকদের মজুরি বাড়িয়েছি। মজুরি বাড়ানোর কাজ চলছে, সামনের দিকে আরো বাড়ানো হবে। তবে আমি মনে করি চা বাগানের শ্রমিক ও উপকূলীয় অঞ্চলের জেলেদের মজুরি বাড়ানোর দিকটা দেখা উচিত।
মন্ত্রী আরো বলেন, চা শ্রমিকদের এক হাজার টাকা বাড়িয়ে দিলেও তারা অনেক সময় চা বাগান ছেড়ে যায় না। তারা ঐ বাগানেই থাকতে চায়। কারণ তারা আবহমানকাল থেকে এই চা বাগানে থাকে। অনেকে ভাবে তাদেরকে কাজ করাতে বাধ্য করা হচ্ছে। আসলে বিষয়টা এমন নয়।
আইএমএফ এর ঋণ আসলে অর্থনীতি স্বস্তির জায়গায় আসবে কী না এমন প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী বলেন, আমার পকেটে ১০০ টাকা আছে এখন কেউ ১০ টাকা ধার দিলে কিছুটা ভালো হবে। আইএমএফ ঋণেও সাময়িক স্বস্তি মিলবে। তবে সরকার অস্বস্তিতে নেই, সবাই তো বাজারে যায়। বিষয়টা এমন নয় আজকে দাম এক কালকে হঠাৎ করেই আরেক হলো। এমনিতেই কার্তিক মাসে ঘরের চাল কমে যায়। এটা নিয়মিত প্রক্রিয়া। মাসের শুরুতে পকেটে যেমন থাকবে, শেষেও তেমন থাকবে তা নয়।
সাদিক পলাশ / সাদিক পলাশ
ব্যবসায়ীদের একটু দায়িত্বশীল হতে হবে
বাজারে ভরপুর শীতের সবজি, তবুও কমছে না দাম
স্বল্প ব্যয়ে ন্যানোকণা তৈরিতে ড. আব্দুল আজিজের যুগান্তকারী উদ্ভাবন
নির্বাচনে স্পর্শকাতর জায়গায় বডি ওর্ন ক্যামেরা, কমবে সংখ্যা
Utilization Permission (UP) ইস্যুতে Customs Bond Management System (CBMS) ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড
সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ১৭ হাজার কোটি টাকা
কমেনি পেঁয়াজের দাম, সরবরাহ বাড়ছে শীতের সবজির
ব্যবসায় প্রবৃদ্ধি, তবুও ৩ মাসে তিতাস গ্যাসের লোকসান ২৪৯ কোটি
১৬৪ টাকায় সয়াবিন তেল ও ৯৪ টাকায় চিনি কিনবে সরকার
নতুন পে-স্কেলের ফ্রেমওয়ার্ক দিয়ে যাবে বর্তমান সরকার
শুল্কমুক্ত সুবিধায় আনা ৩১ বিলাসবহুল গাড়ি হস্তান্তরের নির্দেশ
বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারির পরও কমছে না পেঁয়াজের দাম