রোহিঙ্গার পর অভিনয় প্রধান চরিত্রে অভিনয় করতে চান সুচি
আশা-আকাংখায় তারা মানুষ, প্রেম-প্রীতি ভালোবাসায়ও তারা মানুষ, তবুও তারা যেন মানুষ নয়, মানুষেরই ভগ্নাংশ মাত্র। তারা রোহিঙ্গা। নিজ দেশে নির্যাতিত, ধর্ষিত, নিপীড়িত এবং রাষ্ট্র ও নাগরিকত্বের পরিচয়হীন এক বিধ্বস্ত জনপদ। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হাতে মর্মান্তিকভাবে নির্যাযিত হয়ে প্রাণ বাঁচানোর জন্য আশ্রয়ের জন্য ছুটে আসা এই জনপদকে নিয়ে পরিচালক অহিদুজ্জামান ডায়মন্ড নির্মাণ করেছেন ‘রোহিঙ্গা’ ছবিটি। এ ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সুচি। তার চরিত্রটির নাম ধলাবি।
তিনি বলেন, ‘আমি যখন আমার নিজের পোষাক ছেড়ে ধলাবি চরিত্রের পোষাক পরতাম তখন আমি পুরোপুরিভাবে রোহিঙ্গাদের একজন হয়ে যেতাম। রোহিঙ্গাদের ভাষা কোনোদিন শুনিনি। কিন্তু ধলাবির সাজে সজ্জিত হওয়ার পরই আমার মুখ দিয়ে রোহিঙ্গা ভাষা অনর্গল চলে আসতো। আমার ভাষা ও ঢং দেখে এক রোহিঙ্গা নারী আমাকে বলেছিলেন, আপনি আমাদের ভাষা জানেন, আমাদের সঙ্গে থেকে যান।’ সুচি এভাবেই ধলাবি হয়ে উঠার গল্প শোনান এই প্রতিবেদককে।
তিনি বলেন, ‘ধলাবি চরিত্রে আমার অভিনয় করার কথা ছিল না। এখানে ছিল অন্য কেউ। কিন্তু আমি প্রতিদিন রিহার্সালে থাকতাম। রোহিঙ্গা ভাষা রপ্ত করার চেষ্টা করতাম। হঠাৎ একদিন ডায়মন্ড স্যারের স্ত্রী অর্থাৎ আমাদের ভাবী বললেন আমাকে ধলাবি সাজতে। সাজলাম। দেখে বললো তুমিই ধলাবির চরিত্রে অভিনয় করবে।’ তিনি বলেন, ‘ধলাবি চরিত্রে অভিনয় করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে। পাহাড় থেকে পাহাড়ে ছুটতে হয়েছে। সারাদিন কাজ করার পর রাতে অনেকটা নিস্তেজ হয়ে পড়তাম। কারো সঙ্গে কথা বলারও মন-মানসিকতা থাকতো না।
যাহোক, ছবিটি মুক্তি পাওয়ার পর নিজেকে বড় পর্দায় দেখে আনন্দ পেয়েছি। সে আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। আরো ভালো লেগেছে, ছবি দেখে অনেকেই আমার অভিনয়ের প্রশংসা করেছেন। সেটাতো আমার কাছে কম পাওয়া নয়।’ রোহিঙ্গা ছবিতে প্রশংসিত হওয়ার পর চলচ্চিত্র নিয়ে তার পরবর্তী পরিকল্পনা কি জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বড় পর্দায় অভিনয় করার মজাটাই আলাদা। কাজতো করবোই, তবে দেখেশুনে করব। অভিনয় প্রধান চরিত্র হলে আমি নিশ্চয়ই ভালো করব। সে আত্মবিশ্বাস আমার আছে।
এমএসএম / এমএসএম
মিস ইউনিভার্সে জামদানিতে মিথিলা
হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন রণবীর
নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম
কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল
কারিশমার সন্তানদের মাসিক খরচ বন্ধ কেন?
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা
মঞ্চে ‘অস্বস্তিকর’ হয়ে উঠল সালমান-তামান্নার নাচ!
পুরোনো গান নতুন আয়োজনে গাইবেন ডলি সায়ন্তনী
নতুন চলচ্চিত্রে নিকোল কিডম্যান
নেটিজেনদের কটাক্ষের শিকার কঙ্গনা
এমন এনার্জি নিচ্ছি, ২-৩ দিন ঘুমই আসে না : নুসরাত ফারিয়া
পিরিয়ড নিয়ে মন্তব্যে সমালোচনার মুখে রাশমিকা
Link Copied