ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

আজকের রাশিফল


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৪-১১-২০২২ দুপুর ১১:৪৫

আজ ৪ নভেম্বর, শুক্রবার, । পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

ধনু : পরিবেশ অনুকূলে থাকলেও পরিচিতরা আপনার হতাশার কারণ হতে পারে। প্রিয়জন ভুল বুঝতে পারে। পারিবারিক সমস্যার কিছুটা সমাধান হবে। পূর্বপরিকল্পনাগুলোকে নতুন করে দেখুন। ধৈর্য হারাবেন না।

মকর : প্রিয়জনকে খুশি করার জন্য কোনো কিছু করতে হতে পারে। সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। অন্যের মনে কষ্ট দেওয়ার ভয় আপনাকে সিদ্ধান্তহীনতায় ফেলতে পারে। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে।

কুম্ভ : কোনো কাজে আর্থিকভাবে লাভবান হতে পারেন। অতি উৎসাহী লোকজন বিরক্তির কারণ হতে পারে। কাজে উন্নতির যোগ ও সুনাম বাড়বে। অতীতের কোনো কাজের সুফল এখন পেতে পারেন।

মীন : আজ নিজের চেয়ে অন্যের কাজ করে আনন্দ পাবেন। পরিবেশ পক্ষে থাকবে। কোনো ঘটনা কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোনো প্রচেষ্টা সফল হবে। কর্ম ও আয়ের ক্ষেত্রে যোগাযোগ অক্ষুণ্ন থাকবে।

মেষ : নির্জনতায় থাকতে পছন্দ করতে পারেন। সিদ্ধান্তহীনতা ও ইচ্ছাশক্তির অভাব দেখা দিতে পারে। ব্যয় বাড়বে। আর্থিক সহযোগিতার আশ্বাস পাবেন। সম্ভব হলে কর্মপদ্ধতিতে পরিবর্তন আনুন।

বৃষ : কর্মক্ষেত্রে ও আর্থিক ব্যাপারে দিনটি উৎসাহ বৃদ্ধি করবে। সব কিছুতে দ্রুত ফললাভ সম্ভব না-ও হতে পারে। ব্যবসায় বাড়তি আয়ের সুযোগ আসবে। পরিশ্রমের ফল ভালো হবে। অগ্রপশ্চাৎ ভালোভাবে চিন্তা করে এগোবেন।

মিথুন : পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হবে। ব্যবসায় চাপ থাকলেও লাভবান হবেন। নতুন কোনো বিষয় আলোকপাত করতে পারে। জরুরি কাজগুলো দিনের প্রথম অর্ধে শেষ করুন। সময়ের সঠিক ব্যবহারে লাভবান হবেন।

কর্কট : মনের উৎসাহ দৃঢ়তর হবে। বকেয়া টাকা আদায় হতে পারে। নতুন সুযোগের সন্ধান করুন। পরিস্থিতি যাতে বিরুদ্ধে না যায় সেদিকে খেয়াল রাখবেন। বিদেশ থেকে ভালো সংবাদ পেতে পারেন।

সিংহ : কাজের চাপ থাকবে। কোনো প্রচেষ্টায় অযথা বিলম্ব হবে। ঋণ শোধ নিয়ে চিন্তা থাকতে পারে। কারো অসুস্থতায় উদ্বেগ থাকবে। নতুন চিন্তাধারায় আকৃষ্ট হতে পারেন। অতিরিক্ত উৎসাহ ক্ষতির কারণ হতে পারে। সতর্ক থাকবেন।

কন্যা : আজ পরিবেশ এবং পারিপার্শ্বিকতা সহজেই আপনাকে প্রভাবিত করতে পারে। সম্মিলিতভাবে কিছু করে আনন্দ পাবেন। উন্নতির ক্ষেত্রে অন্যের সহযোগিতা পাবেন। প্রেমিক-প্রেমিকাদের মানসিক অশান্তির অবসান হবে।

তুলা : আজ প্রকাশ্যে আসার চেয়ে নেপথ্যে কাজ করতে ভালো লাগবে। নিজের মনের কথা নিঃসঙ্কোচে বলতে পারবেন না। নিজের এবং প্রিয়জনের স্বাস্থ্যের অবনতি হতে পারে। স্বাস্থ্যবিধি মেনে চলুন।

বৃশ্চিক : আজ আপনার মন কোনো ছকবাঁধা পথে চলতে চাইবে না। অপ্রত্যাশিত ঘটনাপ্রবাহ আপনাকে প্রভাবিত করতে পারে। ব্যাবসায়িক কাজে আশানুরূপ অগ্রগতি হবে। নতুন সুযোগের সন্ধান করুন।

প্রীতি / প্রীতি