ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

আইসিসি যে কোনও মূল্যে ভারতকে সেমিফাইনালে উঠাবে : আফ্রিদি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪-১১-২০২২ দুপুর ১১:৫০

ভারত ও বাংলাদেশের ম্যাচ আর বিতর্ক আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকে। বুধবার অ্যাডিলেডে দুই দলের ম্যাচও হলো আলোচিত। এই দুই দেশ ক্রিকেট মাঠে মুখোমুখি হলে আম্পায়ার ভারতীয়দের অনুকূলে সিদ্ধান্ত গ্রহণ করে, এমন অভিযোগ পুরোনো। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতের ৫ রানের জয়ের পর পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও একই মত দিলেন।

সাবেক এই অলরাউন্ডার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন। তার বিশ্বাস, ভারতকে যে কোনও মূল্যে সেমিফাইনালে তুলতে চায় বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।

সুপার টুয়েলভে দুই এশিয়ান দলের লড়াইয়ে বেশ কয়েকটি ঘটনা ছিল প্রশ্নবিদ্ধ। প্রথমত, স্কয়ার লেগ আম্পায়ারের দিকে তাকিয়ে কোহলি নো বলের আবেদন করেন। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে ভারতীয় ব্যাটসম্যানের কাছে গিয়ে কিছু একটা বলতে দেখা যায়। আর বাংলাদেশের ইনিংস ঝড়োগতিতে শুরু হওয়ার পর বৃষ্টিতে খেলা বন্ধ ছিল। পরে যখন দুই দল মাঠে নামে, তখন মাঠ ভেজা থাকা ও সংশোধিত প্লেয়িং কন্ডিশন নিয়েও ছিল বিতর্ক। ম্যাচ শেষে বাংলাদেশি উইকেটকিপার নুরুল হাসান সোহান অভিযোগ করেন, বৃষ্টি নামার আগে ফেক ফিল্ডিং করেছিলেন কোহলি, যার শাস্তি ৫ রান। কিন্তু আম্পায়াররা দেখেননি বলে রেহাই পায় ভারত।

এই ইস্যুগুলো তুলে ধরে পাকিস্তানের সামা টিভির একটি শোতে আফ্রিদি অভিযোগ করেন, বিশ্ব ক্রিকেট সংস্থা ভারতের অনুকূলে কাজ করে। তিনি বলেন, ‘আপনি দেখেছেন, মাঠ কতটা ভেজা ছিল। কিন্তু আইসিসি ভারতের পক্ষে সিদ্ধান্ত নিলো। তারা যে কোনও মূল্যে ভারতকে সেমিফাইনালে নিশ্চিত করতে চায়। ভারত বনাম পাকিস্তান ম্যাচেও একই আম্পায়াররা ছিল এবং তারা সেরা আম্পায়ারের পুরস্কার পাবে।’

আফ্রিদি আরও যোগ করেন, ‘কত বেশি বৃষ্টি হয়েছে দেখুন, কিন্তু খেলা শুরু হলো বিরতির পরপরই। এটা খুবই প্রমাণিত যে অনেক বিষয় জড়িত, আইসিসি, ভারত খেলছে এবং তারা চাপে ছিল, অনেক ফ্যাক্টর আছে। কিন্তু লিটনের ব্যাটিং ছিল চমৎকার। সে ইতিবাচক ক্রিকেট খেলেছিল। ছয় ওভার পর মনে হচ্ছিল, আর ২-৩ ওভার বাংলাদেশ উইকেট না হারালে, তারাই ম্যাচটা জিততে যাচ্ছে। এক কথায় বাংলাদেশ যে লড়াইটা দেখিয়েছে তা অসাধারণ।’ 

প্রীতি / প্রীতি

হালান্ডের জোড়া গোলে বিশ্বকাপে নরওয়ে, আবারও প্লে-অফে ইতালি

সেঞ্চুরিয়ান মিচেলকে নিয়ে অনিশ্চয়তা

মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড

রিয়াল মাদ্রিদকে চার গোল দিলো বার্সেলোনা

১১ ক্রিকেটারকে ছেড়ে দিলো চেন্নাই

ছোট ইনিংসেও রেকর্ড পান্তের

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে বাংলাদেশকে জেতালেন সোহান

শততম টেস্টে ‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিক

সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ

দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ

দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা

সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন