সেরার লড়াইয়ে রিহানা, গাগা ও টেইলর সুইফট
একই মঞ্চে সেরাদের লড়াইয়ে এবার রিহানা, গাগা ও টেইলর সুইফটের মতো তারকারা। কার হাতে ওঠবে পুরস্কার, সেই অপেক্ষায় ভক্তরা। ২০২২ সালের ‘হলিউড মিউজিক ইন মিডিয়া অ্যাওয়ার্ডস’-এ ফিচার ফিল্ম থেকে সেরা গানের জন্য মনোনয়ন পাওয়া গীতিকারদের মধ্যে রয়েছেন রিহানা, লেডি গাগা, টেলর সুইফট এবং ড্রেক ৷
‘হলিউড মিউজিক ইন মিডিয়া অ্যাওয়ার্ডস’ হল প্রথম পুরস্কার সংস্থা যা ফিল্ম, টিভি, ভিডিও গেমস, ট্রেলার, বাণিজ্যিক বিজ্ঞাপন, তথ্যচিত্র এবং বিশেষ অনুষ্ঠান সহ বিশ্বের সমস্ত ভিজ্যুয়াল মিডিয়ার মৌলিক সঙ্গীতকে (গান এবং স্কোর) সম্মানিত করে। বছরের সেরা কাজের জন্য কম্পোজার, গীতিকার এবং সঙ্গীত সুপারভাইজারদের সম্মানিত করা হয় এই বিশেষ আয়োজনের মাধ্যমে।
অস্কারে যেখানে সেরা মৌলিক গানের জন্য মাত্র পাঁচজন এবং সেরা মৌলিক স্কোরের জন্য পাঁচজন মনোনীত হয়, সেখানে ‘হলিউড মিউজিক ইন মিডিয়া অ্যাওয়ার্ডে’ এই বছর পাঁচটি বিভাগে গানের জন্য ৩২টি মনোনয়ন এবং আটটি বিভাগে স্কোরের জন্য ৪৯টি মনোনয়ন রয়েছে। ফলে এখানে মনোনয়ন পাওয়া অনেক সহজ। তবে সম্মানের দিক থেকে ‘হলিউড মিউজিক ইন মিডিয়া অ্যাওয়ার্ড’কে অস্কারের প্রাথমিক সূচক হিসেবেও দেখা হয়।
এ বছর একাধিক মনোনয়ন প্রাপ্ত সুরকারদের মধ্যে রয়েছেন ফিনিয়াস, ড্যানি এলফম্যান, সাইমন ফ্র্যাংলেন এবং ট্রেন্ট রেজনর এবং অ্যাটিকাস রস। একাধিক মনোনয়ন প্রাপ্ত গীতিকারদের মধ্যে রয়েছে সেলেনা গোমেজ, ড্রেক, তানিয়া টাকার, মেল ব্রুকস এবং জ্যাজমিন সুলিভান।
১৬ নভেম্বর বুধবার রাত ৮ টায় হলিউডের অ্যাভালনে এই পুরস্কার প্রদান করা হবে।
সূত্র : হলিউড রিপোর্টার
প্রীতি / প্রীতি
মিস ইউনিভার্সে জামদানিতে মিথিলা
হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন রণবীর
নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম
কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল
কারিশমার সন্তানদের মাসিক খরচ বন্ধ কেন?
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা
মঞ্চে ‘অস্বস্তিকর’ হয়ে উঠল সালমান-তামান্নার নাচ!
পুরোনো গান নতুন আয়োজনে গাইবেন ডলি সায়ন্তনী
নতুন চলচ্চিত্রে নিকোল কিডম্যান
নেটিজেনদের কটাক্ষের শিকার কঙ্গনা
এমন এনার্জি নিচ্ছি, ২-৩ দিন ঘুমই আসে না : নুসরাত ফারিয়া