বিশ্বকাপে ‘৫’ বলের ওভার
অ্যাডিলেডে ওভালে শুক্রবার সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে লড়ছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। হারলেই বিশ্বকাপ মিশন শেষ হয়ে যেতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের, এমন সমীকরণের ম্যাচে আজ আফগানদের ৪ রানে হারিয়েছে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। তবে জিতেই যে সেরা চার নিশ্চিত হলো ম্যাক্সওয়েল-কামিন্সদের এমনটাও নয়, আগামীকাল ইংল্যান্ড জিতলে এখনো ছিটকে যাওয়ার সুযোগ রয়েছে অজিদের।
মাঠের খেলায় শুক্রবার রোমাঞ্চ ছড়িয়েছে বেশ। পেন্ডুলামের মতো ম্যাচ দুলেছে দুইদিকে। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যের ফেরে ৪ রানে আটকে যায় মোহাম্মদ নবির দল। গুরুত্বপূর্ণ এ ম্যাচে মাঠের খেলা যতোটা রোমাঞ্চ ছড়িয়েছে তার চেয়েও বেশি চমকে দিয়েছে আম্পায়ারের এক সিদ্ধান্ত।
অস্ট্রেলিয়ার ইনিংসের ৪র্থ ওভারে ৫ বলেই ওভার শেষ করে দেন দুই আম্পায়ার। অর্থাৎ এক বল কম করিয়েই ওভারের সমাপ্তি ঘোষণা করেন অনফিল্ডে থাকা দুই আম্পায়ার। আফগানিস্তানের পেসার নবীন-উল-হকের ওভারে ঘটে এ ঘটনা। অস্ট্রেলিয়ার হয়ে তখন ব্যাটিংয়ে ছিলেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ।
মাঠের দুই আম্পায়ারের পাশাপাশি এমন বড় একটি ভুল টিভি আম্পায়ারের দৃষ্টিতেও আসেনি। যা ক্রিকেট ইতিহাসে ভিন্ন এক উদাহরণ সৃষ্টি করেছে। এর আগে আম্পায়ারদের ভুলে ৭ বলের ওভার দেখলেও এই প্রথম ৫ বলে ওভার দেখল ক্রিকেট বিশ্ব।
অ্যাডিলেডে ওভালে আফগানিস্তান-অস্ট্রেলিয়ার ম্যাচটি আজ পরিচালনা করেছেন পাকিস্তানের আম্পায়ার আলিম দার ও জিম্বাবুয়ের লেংটন রুসেরে। টিভি আম্পায়ারের দায়িত্বে ছিলেন দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টোকস। রিজার্ভ আম্পায়ারের দায়িত্বে ছিলেন শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারি হিসেবে ছিলেন শ্রীলঙ্কার রঞ্জন মাধুগালে। ৪ জন আম্পায়ার ও একজন রেফারির কারো চোখেই আসেনি বিষয়টি।
এমএসএম / এমএসএম
হালান্ডের জোড়া গোলে বিশ্বকাপে নরওয়ে, আবারও প্লে-অফে ইতালি
সেঞ্চুরিয়ান মিচেলকে নিয়ে অনিশ্চয়তা
মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড
রিয়াল মাদ্রিদকে চার গোল দিলো বার্সেলোনা
১১ ক্রিকেটারকে ছেড়ে দিলো চেন্নাই
ছোট ইনিংসেও রেকর্ড পান্তের
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে বাংলাদেশকে জেতালেন সোহান
শততম টেস্টে ‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিক
সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ
দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা
সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?