ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

এক হাজারি ক্লাবে আফিফ হোসাইন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১১-২০২২ দুপুর ৩:৩৯

মাস্ট উইন ম্যাচে পাকিস্তানের সামনে বড় লক্ষ্য দাঁড় করাতে পারেনি বাংলাদেশ। রোববার অ্যাডিলেড ওভালে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ১২৭ রানের পুঁজি পায় সাকিব বাহিনী। যা ১১ বল হাতে রেখেই টপকে যায় পাকিস্তান। পাঁচ উইকেটের জয়ে পৌঁছে যায় কাঙ্ক্ষিত সেমি-ফাইনালে।

এদিন দল বড় পুঁজি না পেয়ে হারলেও দারুণ এক মাইলফলক স্পর্শ করেন তরুণ প্রতিভাবান ক্রিকেটার আফিফ হোসাইন ধ্রুব। পাকিস্তানের বিপক্ষে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ২৪ রানের অপরাজিত ইনিংস খেলেন আফিফ।

তারকা পেসার হারিস রউফের করা ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলটি সীমানা পার করতেই টি-টোয়েন্টিতে ফরম্যাটে এক হাজার রান পূর্ণ হয় তার। এই মাইলফলকে পৌঁছাতে ৫৫ ইনিংস ব্যাট করতে হলো খুলনার এই ক্রিকেটারকে।

স্মরণীয় দিনে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করতে ২০ বলে তিনটি চার মারেন এই ব্যাটিং অলরাউন্ডার। ম্যাচে সর্বোচ্চ ৫৪ রান আসে ওপেনার নাজমুল হোসাইন শান্ত’র ব্যাট থেকে। এজন্য ৪৮ বল খেলে ৭টি চার মারেন শান্ত।

এদিকে, গত ২৪ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে করা ৩৮ রানের ইনিংসটাই চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে আফিফের সর্বোচ্চ। আর এদিনের ২৪ রান নিয়ে পাঁচ ম্যাচে ২৩.৭৫ গড়ে ৯৮ রান করলেন ১২৫ স্ট্রাইকরেটে।

তবে এদিনের মতো এবারের বিশ্বকাপ আসরেও দেশের হয়ে সেরা রান সংগ্রাহক শান্তই। ৩৬ গড়ে পাঁচ ম্যাচে ১৮০ রান করেছেন তুমুল সমালোচিত হওয়া এই ওপেনার। যদিও তার স্ট্রাইকরেট মাত্র ১১৪.৬৪।

অন্যদিকে, ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করেন আফিফ। শুরু থেকেই লাল সবুজের প্রতিনিধি হিসেবে ছোট ফরম্যাটের ক্রিকেটের নিয়মিত মুখ ২৩ বছর বয়সী ক্রিকেটার। 

দেশের জার্সি গায়ে এখন পর্যন্ত খেলেছেন ৬০টি ম্যাচ। যেখানে ৫৫ ইনিংসে তার সংগ্রহ এক হাজার ৩ রান। গড় ২১.৩৪ হলেও স্ট্রাইকরেট ১২০-এর ওপরে। অর্ধশতকের দেখা পেয়েছেন তিনবার। ৭৭ রানের ইনিংসটিই আফিফের সর্বোচ্চ।

প্রীতি / প্রীতি

হালান্ডের জোড়া গোলে বিশ্বকাপে নরওয়ে, আবারও প্লে-অফে ইতালি

সেঞ্চুরিয়ান মিচেলকে নিয়ে অনিশ্চয়তা

মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড

রিয়াল মাদ্রিদকে চার গোল দিলো বার্সেলোনা

১১ ক্রিকেটারকে ছেড়ে দিলো চেন্নাই

ছোট ইনিংসেও রেকর্ড পান্তের

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে বাংলাদেশকে জেতালেন সোহান

শততম টেস্টে ‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিক

সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ

দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ

দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা

সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?

আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রীতি ম্যাচ কবে কখন