ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

প্রকাশিত হলো এসএম সোহেলের লেখা ও সুরে তুলতুলের গান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-১১-২০২২ দুপুর ১:২০

প্রকাশিত হলো জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার এসএম সোহেলের কথা এবং সুরে কণ্ঠশিল্পী তুলতুল রহমানের কন্ঠে চমৎকার গান 'মান অভিমান'। গানটির সঙ্গীত আয়োজনে ছিলেন শিমুল দীপ। মিউজিক ভিডিও আকারে নির্মিত অসাধারণ কথামালার গানটি শুক্রবার বি মিউজিক এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

মিউজিক ভিডিও টি পরিচালনা সহ ক্যামেরায় ছিলেন গুনী চিত্রগ্রাহক এস কামাল পারভেজ। সহঃ পরিচালক হিসেবে ছিলেন সুরভী।মন বলে ভালোবাসি, বারেবারে ফিরে আসি, মনে নাহি সয় শুধু লাগে ভয় এমন কাব্যিক কথার গানটি যেন প্রেমের এক বাস্তবতার গল্প।

জানতে চাইলে এসএম সোহেল বলেন, গানটি আমার লেখা ও সুরের গানগুলোর মধ্যে প্রিয় গান। গানটি সবমিলিয়ে দারুণ হয়েছে। তুলতুলের জন্য শুভকামনা যেন আগামীতে আরো ভালো করতে পারে। গানটির সাথে সম্পৃক্ত সবার জন্য শুভকামনা রইল। 

জানতে চাইলে কণ্ঠশিল্পী তুলতুল রহমান বলেন,গানটির কথা ও সুর বেশ,তাছাড়া সঙ্গীত ও খুব চমৎকার হয়েছে,গানটি কেমন গেয়েছি সেটা দর্শকের মুল্যায়নের উপর ছেড়ে দিলাম। তবে আগামীতে আরো যেন ভালো করতে পারি তার জন্য সবার ভালোবাসা কামনা করছি।শিঘ্রই আরো ভালো ভালো কাজ নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। সবার দোয়া ও ভালোবাসা কামনা করছি।

প্রসঙ্গে শিমুল দীপ বলেন, গানটি সবমিলিয়ে দারুণ হয়েছে, কথা ও সুর বেশ। তুলতুলের জন্য শুভকামনা সবসময়। সবার ভালোবাসা ও দোয়া কামনা করছি। 

উল্লেখ্য তুলতুল রহমান সম্ভাবনাময়ী একজন আধুনিক গানের কণ্ঠশিল্পী,বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্তসময় পার করা এই কণ্ঠশিল্পীর স্বপ্ন মৌলিক গানে নিজেকে প্রতিষ্ঠিত করা।গানের মাধ্যমে সবার ভালোবাসা কুড়াতে চান এই উদীয়মান কণ্ঠশিল্পী।

এমএসএম / এমএসএম