ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

ভেন্টিলেশন সাপোর্ট সরিয়ে নেওয়া হয়েছে ঐন্দ্রিলা শর্মার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-১১-২০২২ দুপুর ৩:৩২

লাখ লাখ মানুষকে সাহস জুগিয়ে ‘ফাইট’ করে চলেছেন ‘জিয়ন কাঠি’ খ্যাত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সোমবার (৭ নভেম্বর) বিকেলে তাঁর ভেন্টিলেশন সাপোর্ট সরিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যে হাসপাতালে ছয় দিন পূর্ণ হয়েছে ঐন্দ্রিলা শর্মার।  

সোমবার (৭ নভেম্বর) তাঁর কাছের বন্ধু সব্যসাচী চৌধুরী ফেসবুকে লেখেন, ‘ঐন্দ্রিলার এখনো পুরোপুরি জ্ঞান ফেরেনি।
তবে ভেন্টিলেশন থেকে বেরিয়ে আসতে পেরেছে। শ্বাসক্রিয়া আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে। রক্তচাপও মোটামুটি স্বাভাবিক। ’

তিনি আরো লিখেছেন, ‘ঐন্দ্রিলার জ্বর কমেছে। ওর মা যতক্ষণ থাকে, নিজের হাতে ওর ফিজিওথেরাপি করায়, যত্ন নেয়। বাবা আর দিদি ডাক্তারদের সঙ্গে আলোচনা করে। সৌরভ আর দিব্য রোজ রাতে আমার সাথে হাসপাতালে থাকতে আসে। আর আমি দিনে তিনবার করে গল্প করি ঐন্দ্রিলার সঙ্গে। ’

অভিনেতা লিখেছেন, ‘ও গলা চিনতে পারে। হার্ট রেট ১৩০-১৪০ পৌঁছে যায়। দরদর করে ঘাম হয়। হাত মুচড়িয়ে আমার হাত ধরার চেষ্টা করে। প্রথম প্রথম ভয় পেতাম। এখন বুঝি ওটাই ফিরিয়ে আনার এক্সটার্নাল স্টিমুলি। ’

শেষে তিনি লিখেছেন, ‘ভালো আছে বলতে আমার ভয় লাগে। কিন্তু ঐন্দ্রিলা আছে। প্রচণ্ডভাবে আছে। আমার সামনে শুয়ে থেকেও হয়তো কয়েক সহস্র মাইল দূরে আছে; কিন্তু ঠিক ফিরে আসবে। ওর একা থাকতে বিরক্ত লাগে। ’

১ নভেম্বর ব্রেন স্ট্রোক হয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। তাঁকে নিয়ে হাসপাতালে ছোটেন সব্যসাচী। সেই থেকেই কাছের মানুষের পাশে আছেন তিনি। কিছুদিন আগেও বলেছিলেন, ‘নিজের হাতে করে নিয়ে এসেছিলাম, নিজের হাতে ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব। এর অন্যথা কিছু হবে না। ’

প্রীতি / প্রীতি