ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

আশঙ্কাজনক আকবর, মেয়ের প্রার্থনা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-১১-২০২২ দুপুর ৪:৩৬

কণ্ঠশিল্পী আকবর দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন বারডেম হাসপাতালে। তিনি বর্তমানে আইসিউতে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মেয়ে অথৈ।

আকবরের ফেসবুক পেইজে অথৈ লিখেছেন: আব্বুর শরীরের অবস্থা খুবই খারাপ। দুইটা কিডনিই ড্যামেজ, লিভারের অবস্থা খুবই খারাপ, হিমোগ্লোবিন ৫.৯, অপারেশনের জায়গায় ইনফেকশন হয়েছে। আব্বু এখনও আইসিইউতে আছে। ডাক্তার বলছে এই অবস্থা থেকে আব্বুর ফেরার চান্স খুবই কম। 

আল্লাহ তুমি আমার আব্বুকে ভালো করে দাও। আল্লাহ তুমি আমার আব্বুকে আমার কাছ থেকে কেড়ে নিও না। আব্বু ছাড়া আমার পুরো দুনিয়ায় অন্ধকার। আব্বুকে ছাড়া আমি থাকতে পারবো না। আব্বুকে আমি খুব ভালোবাসি। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। 

শিল্পী আকবর দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন। মাঝে কয়েকমাস সুস্থ থাকলেও গত ১৪ সেপ্টেম্বর ফের অসুস্থ হয়ে পড়েন তিনি।   

জামান / জামান