ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

হাবিপ্রবি’তে “বিজনেস অ্যান্ড ইকোনমিক চ্যালেঞ্জেস” শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ৮-১১-২০২২ দুপুর ৪:৫৪
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিজনেস স্টাডিজ অনুষদের আয়োজনে “বিজনেস অ্যান্ড ইকোনমিক চ্যালেঞ্জেস” শীর্ষক দ্বিতীয় আর্ন্তজাতিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভিআইপি কনফারেন্স কক্ষে উক্ত কনফারেন্স অনুষ্ঠিত হয়। 
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও কিনোট স্পিকার হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের, চীফ প্যাট্রন হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর রাফিয়া আখতার-এর সভাপতিত্বে উক্ত আন্তর্জাতিক কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইআরটি এর পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশিদ, জার্নাল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এর এডিটর প্রফেসর ড. শ্রীপতি সিকদার এবং আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার।
 
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি’র মাননীয় সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের বলেন, দেশকে এগিয়ে নিতে হলে মান সম্পন্ন নতুন নতুন গবেষণার দিকে আমাদের নজর দিতে হবে। যাতে করে নতুন গবেষণা উদ্ভাবনের ফলে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখতে পারে। কনফারেন্সে আমন্ত্রণ জানানোর জন্য পরিশেষে তিনি হাবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর ও বিজনেস স্টাডিজ অনুষদ সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন। 
 
অনুষ্ঠানের চীফ প্যাট্রন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্ব অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, বাংলাদেশও এর বাহিরে নয়। এই পরিস্থিতিতেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সামাজিক সুরক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি তিনি ট্যাক্স ও জিডিপির অনুপাতের উপর গুরুত্ব দিয়েছেন। সম্ভাব্য সংকটের বিষয়ে বারবার তিনি আমাদের সতর্ক করছেন, সাশ্রয়ী হওয়ার জন্য আহবান জানাচ্ছেন। দেশের স্বার্থে আমাদের সকলকে সাশ্রয়ী হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা গুলো মেনে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই সংকটময় সময় অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে। তিনি উক্ত কনফারেন্সের সফলতা কামনা করেন এবং প্রধান অতিথিসহ আয়োজকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

এমএসএম / জামান

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন