ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নতুন বছরে নতুন ছবির কাজ ধরবেন তৌকীর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-১১-২০২২ বিকাল ৫:৪

দেশের খ্যাতিমান অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। অভিনয়ের পাশাপাশি দীর্ঘ দেড় যুগ ধরে তিনি সিনেমা নির্মাণের সঙ্গে জড়িত। তার নির্মিত শেষ সিনেমা ‘স্ফুলিঙ্গ’ মুক্তি পেয়েছিল গত বছরের ২৬ মার্চ। দেড় বছরের বেশি সময় পরে ফের সুখবর দিলেন তৌকীর। জানালেন, নতুন বছরে তিনি নতুন ছবির কাজ শুরু করবেন।

তৌকীর বলেন, ‘নতুন সিনেমার কাজ কবে শুরু করব- এ প্রশ্নের মুখে প্রায়ই পড়ি। সবাইকে বলছি, নতুন বছরে নতুন সিনেমার ঘোষণা আসছে এটা নিশ্চিত। তবে সিনেমার নাম, গল্প এবং এতে কারা অভিনয় করবেন- তা এই মুহূর্তে বিস্তারিত জানাতে চাই না। একটি সিনেমা নির্মাণে অনেক প্রস্তুতির দরকার। আপাতত সেই কাজগুলোই করছি।’

এদিকে অভিনয়ের ক্ষেত্রে সম্প্রতি ‘এসো শ্যামল সুন্দর’ নামে একটি নাটকের শুটিং শেষ করেছেন তৌকীর আহমেদ। এটি পরিচালনা করেছেন তার শ্বশুর বিশিষ্ট অভিনেতা আবুল হায়াত। এখানে তৌকীর বিপরীতে আছেন তারিন জাহান। পাশাপাশি গৌতম কৈরীর পরিচালনায় পাঁচ পর্বের একটি ওয়েব সিরিজেও দেখা যাবে তৌকীরকে।

জামান / জামান