ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নিরবের প্রথম যৌথ সিনেমা “স্পর্শ "


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-১১-২০২২ দুপুর ১২:৬

বাংলাদেশে-ভারত যৌথ প্রযোজনার সিনেমায় চুক্তিবদ্ধ হলেন এ সময়ের জনপ্রিয় তারকা নিরব  ।‘স্পর্শ’নিরবের প্রথম সিনেমা। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদশের অনন্য মামুন ও কলকাতার অভিনন্দন দত্ত। প্রযোজনায় রয়েছে অ্যাকশন কাট ও রোল ক্যামেরা অ্যাকশন।যদিও সিনেমার নায়িকা কে হবে তা প্রকাশ করা হয়নি তবে ওপার বাংলার নন্দিত একজন অভিনেত্রী নায়িকা হিসেবে থাকবে এতটুকু নিশ্চিত করেছে ছবির পরিচালক।নায়ক নিরব দীর্ঘ ক্যারিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন। তবে এবারই প্রথম তিনি যৌথ প্রযোজনার ছবিতে কাজ করতে যাচ্ছেন।ছবি প্রসঙ্গে নিরব বলেন ,অনন্য মামুনের কাছ থেকে গল্প শুনে ছবিতে করার ব্যাপারে আগ্রহ কাজ করে আর আশা করি গল্পের মান  অনুসারে অনেক ভালো কিছু একটা হতে যাচ্ছে।আশা করা যাচ্ছে চলতি মাসের শেষ দিক থেকে স্পর্শ এর শুটিং শুরু করা হবে বলে তিনি তথ্য নিশ্চিত করেন।

এমএসএম / এমএসএম