পাকিস্তানি সমর্থকদের বিদ্রুপ ইরফান পাঠানের, জবাব দিলেন মোমিনা
নিউজিল্যান্ডকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ১৩ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। শিরোপার খুব কাছে গিয়ে পাকিস্তানের উদযাপনটাও হচ্ছে দেখার মতো। পাকিস্তানে হোক বা অস্ট্রেলিয়ায়, উদযাপন যেন বন্ধই হচ্ছে না সমর্থকদের।
তবে তাদের সেই উদযাপনকে এবার তীব্র বিদ্রুপে ভাসালেন ইরফান পাঠান। তবে জবাবটাও পেয়ে গেছেন তৎক্ষণাৎই। পাক সঙ্গীত তারকা মোমিনা মুস্তেহসানই যেমন দিলেন! তবে এরপর ঠিকই জানালেন, ভারতের জন্য সুগন্ধি ও সুরমা লাগিয়ে অপেক্ষায় আছে তার দোল।
ঘটনার শুরু পাকিস্তান ফাইনালে ওঠার পরেই। মাঠে উপস্থিত ছিলেন ইরফান পাঠান, সেখানে তাকে লক্ষ্য করেই পাক সমর্থকরা গাইতে থাকেন, ‘মওকা, মওকা’! তারই ভিডিও ভাইরাল হয়েছে গতকাল। যদিও ইরফান তার জবাব দেননি, মনোযোগী ছিলেন নিজের কাজেই।
এখানেই শেষ নয়, তাদের একাংশ ভারতের উদ্দেশ্যে বিভিন্ন তীর্যক মন্তব্যও করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সব কিছুর মিশেলে পাঠানের মন বিষিয়ে গিয়েছিল। সেটারই বিস্ফোরণ ঘটে টুইটারে। লিখলেন, ‘ওহে প্রতিবেশীরা, খেলায় হার-জিত তো হতেই থাকবে। তবে মাধুর্য তোমরা কখনো অর্জন করতে পারবে না।’
তবে এই টুইট যে বাবর আজমদের উদ্দেশ্যে ছিল না, সেটাও তিনি পরের টুইটে পরিষ্কার করে দেন। তিনি লিখেন, ’এটা প্লেয়ারদের জন্য নয়। কখনও।’
এর জবাবটা কিছুক্ষণের মধ্যেই দিয়েছেন মোমিনা মুস্তেহসান। ইরফান পাঠানের সেই টুইট রিটুইট করে তিনি লিখেছেন, ‘ইরফান ভাই, আমরা মোটেও মাধুর্যহীন সাবেক নই মোটেও। সত্যিটা হচ্ছে, আমরা পাকিস্তানিরা মোটেও মাধুর্যহীন সাবেকদের পছন্দ করি না।’
এরপরই মোমিনা জানালেন, আজ পাকিস্তানের প্রার্থনা ভারতের সঙ্গেই থাকবে। তিনি জানান, ‘আমরা আপনাদের জন্য কাল (আজ বৃহস্পতিবার) প্রার্থনা করব! ইনশাআল্লাহ। আমরা ফাইনালে অপেক্ষা করছি, সুগন্ধি আর সুরমা লাগিয়ে।
এমএসএম / এমএসএম
একই বাসে চড়ে মাঠে গেলেন ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা
হালান্ডের জোড়া গোলে বিশ্বকাপে নরওয়ে, আবারও প্লে-অফে ইতালি
সেঞ্চুরিয়ান মিচেলকে নিয়ে অনিশ্চয়তা
মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড
রিয়াল মাদ্রিদকে চার গোল দিলো বার্সেলোনা
১১ ক্রিকেটারকে ছেড়ে দিলো চেন্নাই
ছোট ইনিংসেও রেকর্ড পান্তের
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে বাংলাদেশকে জেতালেন সোহান
শততম টেস্টে ‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিক
সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ
দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা