ঢাকা সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

গৌরবের ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করলো হাবিপ্রবি সাংবাদিক সমিতি


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ১১-১১-২০২২ দুপুর ১২:৫
"সংবাদ, সততা ও সাহসিকতা" এই মূলমন্ত্রকে ধারন করে গৌরবের সাথে ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করলো দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) একমাত্র গণমাধ্যম সংগঠন হাবিপ্রবি সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)। ২০১৭ সালের ১১ই নভেম্বর একঝাঁক তরুণ সাংবাদিকদের হাত ধরে যাত্রা শুরু করে সংগঠনটি।
 
নানা চড়াই-উতরাই পেরিয়ে আজ শুক্রবার (১১ নভেম্বর) ৬ষ্ঠ বর্ষে পা রাখলো হাবিপ্রবি সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে প্রথম কমিটির দায়িত্ব পালন করেন কেবিএম মুহিউদ্দিন নুর ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন মোঃ তারিকুল ইসলাম।
 
শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন আন্দোলন থেকে শুরু করে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে নিরলস এবং নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টির একমাত্র গণমাধ্যম সংগঠন হাবিপ্রবি সাংবাদিক সমিতি। ইতোমধ্যে সংগঠনটির সদস্যরা দেশের জাতীয় সারির পত্রিকার পাশাপাশি আঞ্চলিক ও অনলাইন ভার্সনে বিভিন্ন মিডিয়াতে কাজ করে নিজেদের সামর্থের প্রমাণ রাখছে প্রতিনিয়ত।
 
২০১৮ সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০১৮’ এবং ২০১৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কর্তৃক আয়োজিত ‘ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০১৯’ অংশগ্রহণ করে হাবিপ্রবি সাংবাদিক সমিতি। এছাড়াও ২০১৯ সালে সংগঠনটির উদ্যোগে হাবিপ্রবি ক্যাম্পাসে কৃষি বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা সহ বেশ কিছু কর্মশালার আয়োজন করে সংগঠনটি।
 
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের  বিভিন্ন সমস্যা ও ভোগান্তিসহ সমসাময়িক বিষয়ে তথ্য প্রমাণসহ ভিডিও নিউজ উপস্থাপনার যাত্রা শুরু করে ক্যাম্পাস সাংবাদিকতায় এক নতুন মাত্রা যুক্ত করেছে হাবিপ্রবি ক্যাম্পাসের গণমাধ্যমকর্মীদের এই সংগঠনটি। বিশ্ববিদ্যালয়ের ভর্তি আসন সংখ্যা কমানোসহ বিভিন্ন শিক্ষার্থীবান্ধব কাজে সহযোগিতা ও অর্জন রয়েছে এই সংগঠনটির।
 
হাবিপ্রবি সাংবাদিক সমিতির ৬ষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে সংগঠনটির বর্তমান সভাপতি আব্দুল্লাহ আল মুবাশ্বির বলেন, “হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি তাঁর জন্মলগ্ন থেকে নানা চড়াই-উতরাই পার করে শুক্রবার  (১১ নভেম্বর) বৃহস্পতিবার ৬ষ্ঠ বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। এই দীর্ঘ পথচলায় যাঁরা আমাদের পাশে ছিলেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন যৌক্তিক দাবিকে বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে তুলে ধরে এক মাইলফলক সৃষ্টি করেছে সংগঠনটি।
 
তিনি আরও বলেন, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা-প্রাপ্তির গল্পগুলি গণমাধ্যমে তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করতে অনবদ্য ভূমিকা পালন করছে হাবিপ্রবি সাংবাদিক সমিতি। প্রথম কার্যনিবাহী কমিটি থেকে বর্তমান কমিটির যে সকল সদস্যসের শ্রম, মেধা ও মননশীলতার কারণে হাবিপ্রবি সাংবাদিক সমিতির দুর্বার গতিতে এগিয়ে চলছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংবাদ, সততা,সাহসিকতা এই মুলমন্ত্রকে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে হাবিপ্রবি কে এগিয়ে নিতে আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের একান্ত ভাবে কাম্য”।
 
হাবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা জানান, "বর্তমানে ৪র্থ কার্যনির্বাহী কমিটি দায়িত্ব পালন করছে। সময়ের সাথে সঙ্গতি রেখে বর্তমানে হাবিপ্রবি সাংবাদিক সমিতি ভিডিও নিউজ প্রেজেন্টেশনের পাশাপাশি বহুমূখী উদ্যোগ গ্রহণ করেছে। যা ইতিমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য"।
 
এদিকে হাবিপ্রবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ কেবিএম মুহিউদ্দিন নুর ক্যাম্পাসলাইভকে বলেন, "হাবিপ্রবি সাংবাদিক সমিতি আমার কাছে একটি আবেগের নাম, একটি ভালোবাসার নাম। অনেকটা অমসৃণ রাস্তা পেরিয়ে, বাঁধা বিপত্তি অতিক্রম করে সাংবাদিক সমিতি প্রতিষ্ঠা করতে হয়েছিল। বর্তমানে অনুজদের হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ এই সংগঠনটি এগিয়ে যাচ্ছে। দূর থেকে দেখলে নিজের মাঝে আলাদা একটি আত্মতৃপ্তি কাজ করে। নবীনদের হাত ধরে শত সহস্র বছর মাথা উঁচু করে দাঁড়িয়ে থাক হাবিপ্রবি সাংবাদিক সমিতি, প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই চাওয়া"।
 
উল্লেখ্য যে, হাবিপ্রবি সাংবাদিক সমিতির প্রত্যেকটি সদস্যই সকল প্রকার মাদক থেকে মুক্ত। এছাড়া ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতে হাবিপ্রবি সাংবাদিক সমিতি সচেতনতামূলক বিভিন্ন কাজে অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

মাতামুহুরি নদীতে গোসলে নেমে সাবেক চবি শিক্ষার্থীর মৃত্যু

রাজনৈতিক দুষ্টচক্র শিক্ষাপ্রতিষ্ঠান দখলে নিয়েছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি