ঢাকা সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

আপনি চাইলে ভারতকে ‘চোকার্স’ ডাকতে পারেন : কপিল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১১-২০২২ দুপুর ১২:৬

আবারও ভারতীয় ক্রিকেট দলের অসহায়ত্ব ফুটে উঠলো। ইংল্যান্ডের কাছে আত্মসমর্পণের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন রোহিত শর্মারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ১০ উইকেটে হেরে যাওয়ার পর ‘চোকার্স’ ডাকও শুনতে হলেঅ তাদের, যে তকমা কেবল এতদিন শুনে এসেছে দক্ষিণ আফ্রিকা। 

এমনি এমনি তো আর ভারতকে ‘চোকার্স’ ডাক শুনতে হচ্ছে না। ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে শেষবার কোনও আইসিসি শিরোপা জিতেছিল তারা। ৯ বছর ধরে ট্রফিখরায় তারা। আর ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশকে সেমিফাইনালে হারানোর পর থেকে আইসিসির কোনও ইভেন্টের নকআউট ম্যাচে শেষ হাসি হাসতে পারেনি ভারতীয়রা।

সবশেষ অস্ট্রেলিয়া বিশ্বকাপও যুক্ত হলো তাদের গত ৯ বছরের ব্যর্থতার লম্বা তালিকায়। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, ২০১৪ সালে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল, ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ ফাইনাল, ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল, ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনাল ও ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপস: সবগুলোতে তাদের হৃদয়ভাঙার গল্প।

তবে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর তো তাদের ধুয়ে দিচ্ছেন বিশ্লেষক ও ভক্তরা। নতুন করে তাদের নামের পাশে জুটেছে ‘চোকার্স’ তকমা, যে ডাক খুব একটা অযথা বলে মনে করছেন না কপিল।

১৯৮৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ভারতকে প্রথম শিরোপা এনে দেওয়া অধিনায়ক বললেন, ‘হ্যাঁ, আমরা তাদের চোকার্স ডাকতে পারি। তারা কাছে যায় এবং ধাক্কা খায়।’ তাই বলে ভারতের আগের অর্জনকে ভুলে গেলে চলবে না মনে করেন কপিল। এই হারের পর তীব্র কটাক্ষ না করার আহ্বান তার, ‘কিন্তু খুব বেশি কঠোর হবেন না। আমি একমত যে ভারত খারাপ ক্রিকেট খেলেছে। কিন্তু আমরা শুধু এক ম্যাচের ওপর ভিত্তি করে তাদের অতিরিক্ত সমালোচনা করতে পারি না।’ 

জামান / জামান

একই বাসে চড়ে মাঠে গেলেন ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা

হালান্ডের জোড়া গোলে বিশ্বকাপে নরওয়ে, আবারও প্লে-অফে ইতালি

সেঞ্চুরিয়ান মিচেলকে নিয়ে অনিশ্চয়তা

মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড

রিয়াল মাদ্রিদকে চার গোল দিলো বার্সেলোনা

১১ ক্রিকেটারকে ছেড়ে দিলো চেন্নাই

ছোট ইনিংসেও রেকর্ড পান্তের

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে বাংলাদেশকে জেতালেন সোহান

শততম টেস্টে ‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিক

সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ

দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ

দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা

সেঞ্চুরি করেই আউট শান্ত, ৬০০ ছুঁতে পারবে বাংলাদেশ?