ঢাকা সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

রিজার্ভ সংকট কাটাতে সহায়ক ভূমিকা রাখবে

মেড ইন বাংলাদেশ উইক


সাদিক হাসান পলাশ photo সাদিক হাসান পলাশ
প্রকাশিত: ১২-১১-২০২২ দুপুর ১০:৫৩

বৈশ্বিক সংকট পরিস্থিতির মধ্যে রপ্তানি আয় বাড়াতে বাংলাদেশের পোশাক খাতকে বিশ্ব দরবারে তুলে ধরতে শনিবার থেকে শুরু হয়েছে ‘মেড ইন বাংলাদেশ উইক’। এই আয়োজন করছে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ)।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ রোববার মেইড ইন বাংলাদেশ উইকের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বাংলাদেশের পোশাকের প্রধান আমদানিকারক দেশগুলো এই ইভেন্টে যোগ দেবেন বলে আশা করছে সংগঠনটি। এ জন্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে চিঠি পাঠিয়ে কূটনৈতিক মাধ্যমে এসব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানোর অনুরোধ জানিয়েছিলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

বাংলাদেশের প্রধান পোশাক আমদানিকারকদের মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন এবং অস্ট্রেলিয়া।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, আমরা বিশ্বাস করি এই ইভেন্টের মাধ্যমে বাংলাদেশের সামর্থ্য এবং সক্ষমতা উপস্থাপন করতে আমরা সক্ষম হবো। আমাদের পোশাক শিল্প টেকসই এবং উৎকর্ষের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেইসঙ্গে উন্নত অবকাঠামো এবং একটি ভালো ব্যবসায়িক পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে নিজেকে প্রস্তুত করছে বাংলাদেশ।

তিনি আরো বলেন, এই উদ্যোগটি দেশের চলমান রিজার্ভ সংকট কাটাতে সহায়ক ভূমিকা রাখবে।

ফারুক হাসান বলেন, পোশাক শিল্পের ভাবমূর্তির উন্নয়ন ও বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে সাত দিনব্যাপী এই আয়োজন। এ ধরনের আয়োজন এবারই প্রথম। করোনা পরিস্থিতি থেকে যে আমরা বেরিয়ে আসতে পেরেছি, এর মাধ্যমে সেটা বিশ্বের কাছে তুলে ধরব।

তিনি বলেন, আগামী ১৫ ও ১৬ নভেম্বর বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি হল-১ এ দুদিনব্যাপী ঢাকা অ্যাপারেল সামিট অনুষ্ঠিত হবে। ঢাকা অ্যাপারেল সামিটের ৩য় সংস্করণটি স্থানীয় ও আন্তর্জাতিক সব অংশীজন একই ছাদের নীচে নিয়ে আসবেন, যেখানে তারা বাংলাদেশের পোশাক শিল্পকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার লক্ষ্যে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন।

বিজিএমইএ সভাপতি জানান, মেড ইন বাংলাদেশ উইকে সরকার, বেসরকারি খাত, দাতা সংস্থা, ব্র্যান্ড, শ্রমিক সংগঠনসহ সবার সম্মিলিত প্রয়াসে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ৯টি সেশনের আয়োজন করা হবে। এসব সেশনে আলোচনার বিষয়বস্তুর ওপর প্রবন্ধ, ভার্চুয়াল উপস্থাপন, শিল্পের অগ্রগতি এবং আগামী দিনে করণীয় বিষয়ে আলোচনা হবে।

বিজিএমইএ’র মতে, কর্মক্ষেত্রে নিরাপত্তা, শ্রমিকদের সুস্থতা এবং পরিবেশগত টেকসই নিশ্চিত করতে পোশাক শিল্পে ব্যাপক পরিবর্তন এসেছে। এ শিল্প এখন সুযোগ, প্রবৃদ্ধি এবং শ্রেষ্ঠত্বের নতুন নতুন ক্ষেত্র অনুসরণে নিজেকে এগিয়ে নিচ্ছে। বিজিএমইএ এই ইভেন্টের মাধ্যমে একটি টেকসই, স্থিতিস্থাপক, আধুনিক, ন্যায্য এবং ন্যায়সঙ্গত সাপ্লাই চেইন গঠনের লক্ষ্যে এগিয়ে যেতে চায়। 

মেড ইন বাংলাদেশ উইক নামক এই সোর্সিং ইভেন্টটি এবারই প্রথমবারের মতো হলেও এর আগে তৃতীয় অ্যাপারেল সামিট অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় অ্যাপারেল সামিট ছাড়াও মেগা ইভেন্টে ঢাকা অ্যাপারেল এক্সপো, সাসটেইনেবল ডিজাইন অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড, সাসটেইনেবিলিটি লিডারশিপ অ্যাওয়ার্ড, মেড ইন বাংলাদেশ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড, এনআরবি অ্যাওয়ার্ড, ফ্যাশন রানওয়ে শো, কালচারাল শো-এর মতো বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট শহীদুল্লাহ আজিম বলেন, বাংলাদেশের পোশাক খাতের ব্র্যান্ডিং না থাকায় এখানকার রপ্তানিকারকরা একটি পণ্যের জন্য সর্বোচ্চ ৭ ডলার পান, এমনকি তুরস্ক থেকেও রপ্তানিকারকরা ৮ থেকে ৮.৫ ডলারে বিক্রি করতে পারেন। আমাদের অগ্রগতি এবং উচ্চ মূল্যের পোশাক তৈরির ক্ষমতা ক্রেতাদের কাছে সঠিকভাবে উপস্থাপন করা হলে আমরাও দামের দিক থেকে ভালো অবস্থানে থাকতে পারি। ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের পোশাক রপ্তানির পরিমাণ দাঁড়ায় ৪২.৬১ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩৫.৪৭ শতাংশ বেশি।

মেইড ইন বাংলাদেশ উইকের অনুষ্ঠানসূচি:
১২ নভেম্বর রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আয়োজন শুরু হবে। ১৩ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৪-১৬ নভেম্বর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) ‘ঢাকা অ্যাপারেল এক্সপো’ ও ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’ নামে দুটি প্রদর্শনী হবে। একই সঙ্গে ১৫-১৬ নভেম্বর একই ভেন্যুর অন্য হলে অনুষ্ঠিত হবে ‘ঢাকা অ্যাপারেল সামিট: ফ্যাক্টরি, ফ্যাশন অ্যান্ড হেরিটেজ এক্সিবিশন’।
১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘সাসটেইনেবল অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড’, ‘মেইড ইন বাংলাদেশ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান, ‘ফ্যাশন ইনোভেশন রানওয়ে শো’।
১৭ নভেম্বর আন্তর্জাতিক সাংবাদিকদের গ্রিন ফ্যাক্টরি ট্যুর অনুষ্ঠান হবে। এতে বিদেশি সাংবাদিকরা বাংলাদেশের গ্রিন ফ্যাক্টরি স্বীকৃতিপ্রাপ্ত কারখানাগুলো ঘুরে দেখবেন। একই দিনে আইসিসিবিতে ‘দ্য সাসটেইনেবল লিডারশিপ অ্যাওয়ার্ড’ অনুষ্ঠিত হবে।
১৮ নভেম্বর উত্তরায় বিজিএমইএ ইনোভেশন ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হবে। একই দিনে বিজিএমইএ ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (বাফট) এ টেকনিক্যাল ওয়ার্কশপ অন সাসটেইনেবলিটি অ্যান্ড ইনোভেশন নামক কর্মশালা অনুষ্ঠিত হবে।
এবারের আয়োজনে সপ্তাহব্যাপী ১০টির বেশি সেশনে ৬০ জনের বেশি দেশীয় ও বিদেশি বক্তারা বক্তব্য রাখবেন। এবারের আয়োজনে সার্বিক সহায়তা করছে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ।

 

প্রীতি / সাদিক পলাশ

অধিকাংশ শেয়ারের দর বাড়লেও কমেছে লেনদেন

বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বাড়তি

পাচার হওয়া অর্থের একটি অংশ ফেব্রুয়ারি মাসের মধ্যে ফিরিয়ে আনা সম্ভব

চলতি অর্থবছর শেষে দেশের প্রবৃদ্ধি বেড়ে হবে ৫ শতাংশ

মঙ্গলবার সারা দেশে জুয়েলারি দোকান বন্ধ

গরিবের পাঙাশ-তেলাপিয়া-ব্রয়লারে আগুন, শুক্রবার এলেই বাড়ে দাম

শেখ হাসিনার পরিবার ও ১০ শিল্প গোষ্ঠীর ৫৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ

পুলিশের জন্য কয়েকশ কোটি টাকায় ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে

ভোজ্যতেলের দাম লিটারে ১ টাকা বাড়ছে, আপত্তি ব্যবসায়ীদের

সাইফুজ্জামানের নামে আরও ৫ দেশে সম্পদের খোঁজ দুদকের

চালের দাম কমেছে, স্বস্তি ফেরেনি সবজি-পেঁয়াজে

পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত হচ্ছে, বসছে প্রশাসক

বাণিজ্য ঘাটতি কমলে শুল্ক কমানোর আশ্বাস যুক্তরাষ্ট্রের