ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নিজেকে নিজেই বিয়ে করা সেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-১১-২০২২ দুপুর ১১:৩১

কনিষ্কা সোনি, একজন ভারতীয় অভিনেত্রী। নিজেকে নিজেই বিয়ের ঘোষণা দিয়ে চলতি বছরের আগস্টে ব্যাপক আলোচনায় আসেন তিনি।

সে সময় তাকে নিয়ে শুরু হয় ব্যাপক চর্চা। এবার সেই কনিষ্কার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন নেটমাধ্যমে! এও কি সম্ভব? সোশ্যাল মিডিয়ায় এই খবরে চক্ষু চড়কগাছ নেটাগরিকদের। 

কনিষ্কা অবশ্য এই মুহূর্তে ছুটির মেজাজে রয়েছেন। বর্তমানে তিনি রয়েছেন নিউইয়র্কে। সেখানকার একটি পার্কে মজাদার কিছু মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। আর সেই ভিডিও দেখার পরই কনিষ্কা সোনির অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। 

তবে তা নিয়ে মুখ খুলেছেন কনিষ্কা। তিনি জানিয়েছেন, “ভুড়ি কিংবা চর্বির কারণে তাকে অন্তঃসত্ত্বা ভাবাটা একেবারেই যুক্তিযুক্ত নয়।”

অভিনেত্রীর সাফ কথা, তিনি সেলফ ম্যারেড হলেও সেলফ প্রেগন্যান্ট নন। বিদেশে ছুটির কাটানোর কারণেই মন ভরে খাচ্ছেন মুখরোচক খাবার। জানিয়েছেন, একটু বেশি মাত্রায় পিৎজা, বার্গার খাওয়ার জন্যই হালকা ভুড়ি বেড়েছে। ওজনটাও বেশ বেড়ে গেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

প্রীতি / প্রীতি