ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

২০ লাখ টাকা নিয়ে কিশোরীর পাশে টাইটানিকের নায়িকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-১১-২০২২ দুপুর ১:২০

‘টাইটানিক’ সিনেমায় রোজ চরিত্রে অভিনয় করে সারা পৃথিবীতে নজর কেড়েছিলেন অভিনেত্রী কেট উইন্সলেট। স্কটল্যান্ডের এক কিশোরীকে বাঁচাতে মোটা অঙ্কের অর্থ দিয়ে সহযোগিতা করলেন এই লাস্যময়ী নায়িকা।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ১২ বছর বয়েসী ফ্রেয়া স্কটল্যান্ডের বাসিন্দা। সেরিব্রাল পলসিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। লাইফ সাপোর্ট যন্ত্রের সাহায্যে ছোট্ট মেয়েটির প্রাণ বেঁচে আছে। কিন্তু সেই লাইফ সাপোর্ট যন্ত্রের কারণে বাড়িতে প্রতি বছর ৬ হাজার ৫০০ পাউন্ট বিদ্যুৎ বিল আসে। আর এটা নিয়ে ফ্রেয়ার মা ক্যারোলিন হান্টার বিপাকে পড়েছেন। কারণ এত অর্থ পরিশোধের সামর্থ নেই তার।

এ নিয়ে খবর প্রকাশ হলে বিষয় কেটের নজরে আসে। পরে একটি সংস্থার মাধ্যমে ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করেন কেট উইন্সলেট। ফ্রেয়াকে বাঁচিয়ে রাখার জন্য ১৭ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ২০ লাখ ৩৬ হাজারের বেশি) দান করেছেন বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।

৪৯ বছর বয়সী ক্যারোলিন হান্টার বিবিসিকে বলেন, ‘আমাদের পরিবারের জার্নি খুবই হুদয়বিদারক। এই পর্যায়ে আমার জীবন শেষ হয়ে গিয়েছে বলে মনে করছিলাম। কিন্তু এই টাকার কথা শুনে আমি কেঁদে ফেলেছিলাম। আমি এখনো ভাবছি, এটি কি বাস্তব?’

ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিদ্যুৎ কম। এজন্য শীতের মৌসুমে ফ্রেয়ার শারীরিক যত্ন ঝুঁকিতে বরে উদ্বেগ প্রকাশ করেছেন ক্যারিালিন হান্টার। 

প্রীতি / প্রীতি