ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নিজ দেশে নিষিদ্ধ পাকিস্তানি সিনেমা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ৩:১৭

তরুণ পরিচালক সাইম সাদিক নির্মিত সিনেমা ‘জয়ল্যান্ড’। পাকিস্তান থেকে অস্কার মঞ্চে সিনেমাটি প্রতিনিধিত্ব করার কথা থাকলেও নিজ দেশে সিনেমাটি নিষিদ্ধ করেছে সরকার।

চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন ভ্যারাইটি ডটকম জানিয়েছে—গত ১১ নভেম্বর পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক আদেশে বলেছে, ১৭ আগস্ট সেন্সর বোর্ড এ সিনেমার ছাড়পত্র পায়। কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা। কারণ সিনেমাটির বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে। সিনেমাটির বিষয়বস্তু নৈতিকতা ও সামাজিক মূল্যবোধকে খাটো করে, যা অত্যন্ত আপত্তিকর।

সিনেমাটি নিষিদ্ধ করার কারণ ব্যাখ্যা করে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে— সিনেমাটিতে পিতৃতান্ত্রিক সমাজকে আক্রমণ করা হয়েছে। তা নিয়েই মাথাচাড়া দিয়েছে বিতর্ক। নতুন করে দেশটিতে যাতে কোনো অশান্তি তৈরি না হয়, তাই আগেভাগেই সিনেমাটি নিষিদ্ধ করেছে সরকার। পরিচালক সাদিকের এটি প্রথম সিনেমা। আর প্রথম চলচ্চিত্রে এমন একটি বিষয়কে বেছে নিয়েছেন, যা পাকিস্তানের মতো রাষ্ট্রের জন্য ভীষণ সংবেদনশীল।

আগামী ১৮ নভেম্বর সিনেমাটি পাকিস্তানে মুক্তির কথা থাকলেও এটি মুক্তি পাচ্ছে না। গত ৬ অক্টোবর পাকিস্তানে সিনেমাটির বিশেষ প্রদর্শনী হয়। তার আগে কান চলচ্চিত্র উৎসবেও সিনেমাটি প্রদর্শিত হয়। মূলত, এই সিনেমার মাধ্যমে কান চলচ্চিত্র উৎসবে পাকিস্তানের অভিষেক হয়।

‘জয়ল্যান্ড’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন— রাস্তি ফারুক, আলিনা খান, সরওয়াত গিলানি, সানিয়া সাঈদ প্রমুখ। 

প্রীতি / প্রীতি