সংগীত ভুবনের এক নক্ষত্র মিরাজ মেহেদী
পুরো নাম মিরাজ মেহেদী।ছোটবেলা কেটেছে জন্মস্থান দিনাজপুর বিরলে পলাশপুর গ্রামে।ছোটবেলায় বাসায় লজিং মাস্টার এর কাছ থেকে গানের তালিম নিয়ে তার গান শেখা শুরু হয়।পরে মনিন্দ্রনাথ রায়ের কাছ থেকে গান শিখেন। দিনাজপুর জেলা ভিত্তিক বিভিন্ন গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সবসময় প্রথম স্থানে বিজয়ে হতেন এবং এই জন্য তখন তাকে গানের রাজা হিসেবে উপাধি দেয়া হয়েছিল ।পরিবারে বড় বোনের কাছ থেকে সবসময় গান গাওয়ার উৎসাহ পেতেন। গানের প্রতি তার অন্যরকম অদম্য নেশা ছিল তাই দিনাজপুরে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পড়াশোনা শেষ করে ঢাকায় এসে ইউডা বিশ্ববিদ্যালয় থেকে ক্ল্যাসিকাল সংগীতের উপর অনার্স এবং মাস্টার্স শেষ করেন।সেই সময় গানের উপর দক্ষতা বাড়ানোর জন্য দেশ বরেণ্য শিল্পী সুজিত মুস্তফা,খালিদ হাসান,সোহরাব হোসেন এবং সুদিন দাস প্রভৃতি এদের কাছ থেকে গান শিখেন এবং নিজেকে গানের বিভিন্ন বিভাগে দক্ষ করে তোলেন। গানের ক্যারিয়ার শুরু করেন সংগীত শিক্ষকতা দিয়ে এছাড়া নজরুল পরিষদ ,নতুন কুড়িতেও গান নিয়ে কাজ করেছেন। ব্যক্তিগতভাবে মূর্ছনা নামে একটি সংগীত একাডেমি প্রতিষ্ঠিত করেছেন এবং পাশাপাশি গানের স্টেজ শো ,ঘরোয়া প্রোগ্রাম ইত্যাদি করছেন।সম্প্রতি তার সুর করা দুটি মৌলিক গান “তোমার লাইগা কান্দে আমার মন এবং “কেন যে ভালোবেসে” বাংলাদেশ টেলিভিশন এ প্রচারিত হয় এবং ব্যাপক প্রশংসিত হয়।গান নিয়ে তার ভবিষ্যত স্বপ্ন প্রসংগে তিনি বলেন ,যেহেতু সংগীত এর প্রতি আমার ছোটবেলা থেকেই নেশা তাই সম্প্রতি একটি বেসরকারি চাকুরী ছেড়ে গানকে আঁকড়ে ধরেই আছি। চেষ্টা করছি গান করে যেতে এবং গান করে যাবো তবে সাফল্যের চূড়ায় কতটুকু যেতে পারবো তা সঠিক আমার জানা নেই! দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন ,আপনারা আমার জন্য দোআ করবেন আমি যেন সংগীতের রাস্তায় আরো অনেক দূর হেটে যেতে পারি,আর অবশ্যই বেশি বেশি বাংলা গান শুনবেন তাহলেই আমাদের চিরচায়িত বাঙালি সংস্কৃতি বজায় থাকবে।
এমএসএম / এমএসএম
প্রতারণার শিকার অভিনেত্রী শ্রিয়া
মিস ইউনিভার্সে জামদানিতে মিথিলা
হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন রণবীর
নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম
কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল
কারিশমার সন্তানদের মাসিক খরচ বন্ধ কেন?
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা
মঞ্চে ‘অস্বস্তিকর’ হয়ে উঠল সালমান-তামান্নার নাচ!
পুরোনো গান নতুন আয়োজনে গাইবেন ডলি সায়ন্তনী
নতুন চলচ্চিত্রে নিকোল কিডম্যান
নেটিজেনদের কটাক্ষের শিকার কঙ্গনা