ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন বিপাশা 


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-১১-২০২২ দুপুর ১২:১৯

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু। সম্প্রতি তার কোলজুড়ে এসেছে এক ফুটফুটে রাজকন্যা। সন্তান আসার পর জীবনের নতুন এক অধ্যায়ের শুরু হলো বিপাশা-করণের। কন্যাসন্তানের নাম রেখেছেন দেবী। মঙ্গলবার (১৫ নভেম্বর) তাদের রাজকন্যাকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন এ তারকা দম্পতি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানা যায়, সন্তানকে নিয়ে বাসায় ফেরার সময় সাংবাদিকদের ক্যামেরায় বন্দি হন এ তারকা দম্পতি। কন্যাসন্তানকে তোয়ালে করে মুড়িয়ে সাদা গাড়ি থেকে নামেন মা বিপাশা। আর তার সঙ্গেই ছিলেন স্বামী করণ। সদ্য বাবা হওয়ায় করণের এখন অনেক দায়িত্ব। স্ত্রী-সন্তানকে আগলে রেখে তিনি বাড়ির ভেতরে প্রবেশ করেন। গাড়ি থেকে নামার সময় ভক্ত-অনুরাগীদের অনুরোধে সন্তানকে নিয়ে ক্যামেরার সামনে পোজ দেন তারা। সেই সঙ্গে শুভেচ্ছা বিনিময় হিসেবে সবাইকে ধন্যবাদও জানান করণ।

উল্লেখ্য, বিপাশা অন্তঃসত্ত্বার শুরু থেকেই নিজের প্রতি যত্নশীল ছিলেন। চিকিৎসকের দেয়া সকল পরামর্শই মেনে চলতেন বিপাশা। স্বামী সে সময়ে কোনো কাজই করতে দিত না তাকে। দীর্ঘ অপেক্ষার পর গত শনিবার (১২ নভেম্বর) তাদের কোলজুড়ে আসে কন্যাসন্তান।

প্রীতি / প্রীতি