মেসিকে ‘এলিয়েন’ বলতে ক্লান্তি আসবে না ডি মারিয়ার
১৪ বছর ধরে আর্জেন্টিনার জার্সি গায়ে নিয়মিত খেলছেন আনহেল ডি মারিয়া। তাই ক্যারিয়ারে অভিজ্ঞতা কম না। তবে আর্জেন্টিনার মতো দলে এতো লম্বা সময় নিজের জায়গা ধরে রাখা সহজ ছিল না বলে জানালেন জুভেন্তাস তারকা।
চতুর্থ ও ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে ডি মারিয়ার চোখ এখন কাতারে। তার আগে আর্জেন্টাইন সংবাদমাধ্যম লা নাসিওনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যে পরিমাণ মানসম্পন্ন খেলোয়াড় আমাদের দেশে আছে, এতে করে আর্জেন্টিনা দলে এতো বছর ধরে টিকে থাকা সহজ নয়। আমি প্রচুর সমালোচনার শিকার হয়েছি তবুও ১২৪টি ম্যাচ খেলেছি, আমি মনে করি সবাই তা করতে পারে না। ’
ক্যারিয়ারের লম্বা সময় ধরে ডি মারিয়ার কাছের বন্ধু সময়ের সেরা ফুটবলারদের একজন লিওনেল মেসি। বন্ধুকে নিয়ে প্রশংসার শেষ নেই তার। সমর্থকদের মতো তিনিও মেসিকে একজন এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী হিসেবেই দেখেন। ডি মারিয়া বলেন, ‘আমার কাছে মেসি পাশে থাকা মানে সবকিছু। সে বিশ্বসেরা, বামনটা একজন এলিয়েন। এবং আমি আবারও তা বলব। তা বলতে গিয়ে কোনো ক্লান্তি আসবে না। মেসির সঙ্গে খেলা আমার ক্যারিয়ারের সবচেয়ে সেরা দিক। কারণ তাকে প্রতিদিন দেখতে পারাটা খুবই চমৎকার। আমরা একসঙ্গে অনেক বছর ধরে জাতীয় দলের হয়ে খেলেছি এবং তার সঙ্গে একই ক্লাবেও খেলতে পেরেছি। তার সঙ্গে খেলাটা স্বপ্ন সত্যি হওয়ার মতো। সে খুবই পরিপক্ক ও প্রতিজ্ঞাবদ্ধ। ’
মেসি কীভাবে মাঠের খেলায় সাহায্য করে এমন প্রশ্নে ডি মারিয়ার জবাব, ’আমি সবসময় তার সংস্পর্শে থাকার চেষ্টা করি, তার খোঁজে থাকি। সে যেকোনো কিছু সমাধান করতে পারে তবে এটাও বুঝি তাকেই সবসময় বল দেওয়াটা জরুরি নয়। কখন দেয়া যায় সেই ব্যাপারে আপনাকে ভাবতে হবে। অনুশীলনে তাকে দেখে আপনার মনে হবে, আমি যা দেখছি তা সত্যি হতে পারে না। যদিও সে এলিয়েন, মাঝেমধ্যে নিজেকেও অন্যান্য সিদ্ধান্ত নিতে হয়। ’
সময়ের সেরা দল নিয়ে কাতার বিশ্বকাপে নামবে আর্জেন্টিনা। তাই ফেভারিটদের তালিকায় তাদের অবস্থান উঁচুতেই। তবে ডি মারিয়া পা মাটিতেই রাখছেন। তিনি বলেন, ‘বিশ্বকাপ জয়ের জন্য আমরা লড়াই করতে পারি। আমরা ভালো ছন্দে আছি, কোপা আমেরিকা জিতেছি ও ফিনালিসামাও। দল একত্রিত অবস্থায় আছে। এটা নিশ্চিত আমরা প্রতিটি ম্যাচের জন্য লড়াই করব। ’
প্রীতি / প্রীতি
একই বাসে চড়ে মাঠে গেলেন ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা
হালান্ডের জোড়া গোলে বিশ্বকাপে নরওয়ে, আবারও প্লে-অফে ইতালি
সেঞ্চুরিয়ান মিচেলকে নিয়ে অনিশ্চয়তা
মিচেলের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড
রিয়াল মাদ্রিদকে চার গোল দিলো বার্সেলোনা
১১ ক্রিকেটারকে ছেড়ে দিলো চেন্নাই
ছোট ইনিংসেও রেকর্ড পান্তের
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে বাংলাদেশকে জেতালেন সোহান
শততম টেস্টে ‘স্পেশাল’ সম্মাননা পাচ্ছেন মুশফিক
সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ
দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা