ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার আশা মালিকদের
আসছে ঈদুল আজহা উপলক্ষে শ্রমিকদের বেতন দেয়া হচ্ছে। আজ থেকে বোনাসও দেয়া শুরু করবেন পোশাক মালিকরা। তারা বৃহস্পতিবারের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধ করবেন। এ সময়ে অন্তত ৫০ শতাংশ কারখানার শ্রমিকরা ঈদের বোনাসও পাবেন। বাকিদের ঈদের ছুটির আগেই বোনাস দেয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন পোশাক ব্যবসায়ীরা।
তবে করোনার দোহাই দিয়ে অনেক কারখানা মালিকরা বেতন-বোনাস না দেয়ার পাঁয়তারা করছেন বলে অভিযোগ করেছেন শ্রমিক নেতারা। রোজার ঈদের মতোই অনেক কারখানার শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে শঙ্কায় আছেন তারা।
এ বিষয়ে বিজিএমইরএর সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান কচি বলেন, আমরা ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করব।
সংগঠনটির আরেক সহ-সভাপতি শহিদুল আজীম বলেন, আমরা গত সপ্তাহ থেকে বেতন দিতে শুরু করেছি। এরপর শুক্র, শনিবার এবং রোববার এই তিন দিন ব্যাংক বন্ধ ছিল। এ কারণে বেতন দিতে কিছুটা দেরি হয়েছে। ১৫ জুলাইয়ের মধ্যে বিজিএমইএর সব কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে। আর বোনাস মঙ্গলবার থেকে দেওয়া শুরু করা হবে। আগামী ১৮-১৯ জুলাইয়ের মধ্যে সবাইকেই পরিশোধ করা হবে।
এ পর্যন্ত কতটি কারখানায় শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়া হয়েছে প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা তালিকা করিনি। তবে ১৫ তারিখের পর থেকে বলতে পারব কত শতাংশ প্রতিষ্ঠানে বেতন-বোনাস দেওয়া হয়েছে।
পোশাক কারখানা মালিকদের আরেক সংগঠন বিকেএমইএর সদস্যভুক্ত মালিকরা বেতনের পাশাপাশি ঈদের বোনাসও দিচ্ছেন। এই সংগঠনের ৯০-৯৫ শতাংশ মালিক ১৫ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতনের পাশাপাশি বোনাস পরিশোধ করবে, যাতে শ্রমিকরা ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেন।
এ বিষয়ে বিকেএমইএ’র পরিচালক ফজলে শামীম এহসান বলেন, আমরা জুলাইয়ের ৮ তারিখ থেকে বেতনের পাশাপাশি বোনাসও দেওয়া শুরু করেছি। কিন্তু সাপ্তাহিক ছুটিতে ব্যাংকের লেনদেন বন্ধ থাকায় বেতন ও বোনাস দিতে পারিনি। আমরা চেষ্টা করছি ১৫ জুলাইয়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করার।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, বেশিরভাগ গার্মেন্টসে এখনও বেতন হয়নি। ফলে ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিয়ে শঙ্কায় আছি।
তিনি বলেন, কারখানার মালিকরা নিয়মিত শ্রমিকদের বেতন না দেওয়ার কারণে নারায়ণগঞ্জ, গাজীপুর এবং আশুলিয়াতে করোনার মধ্যে রাস্তা অবরোধ করে আন্দোলন করতে হচ্ছে।
বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাহউদ্দিন স্বপন বলেন, মালিকরা সব সময়ই বলেন শ্রমিকদের বেতন দেবেন কিন্তু বাস্তবতা হলো আমরা বেতন-ভাতা সঠিকভাবে পাই না। এত আশ্বাসের পরও গতবারও শেষ দিকে আন্দোলন করে বেতন বোনাস আদায় করতে হয়েছে। এবারও দ্রুত পরিশোধের কোনো উদ্যোগ দেখছি না।
এমএসএম / জামান
রিটার্ন দাখিলের সময় আরও একমাস বেড়েছে
শীতের সবজির দাম কমেছে, নাগালের মধ্যে পেঁয়াজ
সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান বিআরটিএ : বিবিএস
রমজানে খেজুর আমদানিতে ৪০ শতাংশ শুল্ক কমালো সরকার
সোনার দামে রেকর্ড, ভরি ছাড়াল দুই লাখ ১৮ হাজার
২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর
সোনার দাম বেড়ে ভরি ছাড়াল দুই লাখ ১৭ হাজার
টাকা ছাপিয়ে নয়, প্রাকৃতিক উপায়ে মুদ্রা সরবরাহ বাড়াতে হবে: গভর্নর
জেদ্দায় উদ্বোধন হলো 'মেইড ইন বাংলাদেশ' একক এক্সপো- ২০২৫
আমদানির পরও পেঁয়াজে স্বস্তি নেই, নাগালে নতুন আলু
আন্তর্জাতিক অ্যাগ্রোফুড এক্সপো ২০২৫ সফলভাবে সম্পন্ন
এলপিজির দাম বাড়ল ৩৮ টাকা