অপুর ওয়ালে বুবলীর নিউজ!
শাকিব খানকে কেন্দ্র করে কয়েক বছর আগে দ্বন্দ্বে জড়ান অপু বিশ্বাস-শবনম বুবলী। সেসময় অপু বিশ্বাস শাকিব খানের স্ত্রী ছিলেন। সেই দ্বন্দ্বের অবসান না হলেও বুবলীর নিউজের লিংক অপু বিশ্বাসের ফেসবুক পেইজে দেখা গেছে। যদিও এর কারণ জানা যায়নি।
‘শাকিবের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল পেয়ে বুবলীর চোখে জল’ এমন শিরোনামের একটি নিউজ লিংক ফেসবুকে শেয়ার করেছেন অপু বিশ্বাস। ক্যাপশনে কয়েকটি হাসির ইমোজি দিয়ে এই চিত্রনায়িকা লিখেছেন: ‘কি মজা কি মজা।’
বিষয়টি জানতে চাইলে অপু খোলাসা না করে শুধু বলেন, ‘হাস্যকর।’
অপু বিশ্বাসের এমন পোস্টে অনুমান করা যায় বুবলীকে শাকিব খানের নাকফুল দেয়ার বিষয়টি তার কাছে হাস্যকর মনে হয়েছে অথবা বিষয়টি মিথ্যে বলেই তিনি এমন স্ট্যাটাস দিয়েছেন।
কয়েকদিন আগে চিত্রনায়িকা শবনম বুবলীর জন্মদিন ছিলো। বুবলীর দাবি জন্মদিনে সেরা উপহার হিসেবে পেয়েছেন স্বামী শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল।
নাকফুল দেয়ার বিষয়ে শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি। শাকিব খান তার ফেসবুক পেজে বুবলীর জন্মদিন নিয়েও কোনো পোস্ট দেননি। শাকিব খানের ঘনিষ্ঠজনদের সঙ্গে আলাপ করলে জানা যায়, নাকফুল দেওয়ার বিষয়ে তারা কিছুই জানেন না। এমনকি শাকিব খানের সঙ্গে বুবলীর দেখা হয়নি বলেও জানান তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক তাদেরই একজন বলেন, ‘গত কয়েকদিন ধরে শাকিব খান ঘরের বাইরে বের হননি। বাসায় তেমন কেউ আসেওনি। নাকফুল কীভাবে সে কিনলো জানা নেই। যতদূর জানি শুটিংয়ের বাইরে শাকিব খানের সঙ্গে বুবলীর দেখা হয়নি। আর যদি দেখা হয়ে থাকে সেক্ষেত্রে তাদের দুজনের রিসেন্ট ছবি বুবলী প্রকাশ করতে পারতো।’
তাহলে শাকিব খান কীভাবে বুবলীকে নাকফুল দিলো? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এটা বুবলীই ভালো বলতে পারবেন। শাকিব খান এ বিষয়ে কথা বলতে চাচ্ছেন না।’
শাকিব খানের সঙ্গে বুবলীর সম্পর্ক নিয়ে বেশ জলঘোলা হয়েছে। তাদের বৈবাহিক সম্পর্ক টিকে আছে কিনা তা নিয়েও দেখা দিয়েছে সন্দেহ। যদিও বুবলী একাধিবার শাকিবকে নিয়ে পোস্ট করে প্রমাণ করার চেষ্টা করছেন- সবকিছু ঠিক আছে। যদিও কোনো পোস্টেই বুবলী দুজনের সাম্প্রতিক সময়ের কোনো ছবি আপ করেননি।
প্রীতি / প্রীতি
প্রতারণার শিকার অভিনেত্রী শ্রিয়া
মিস ইউনিভার্সে জামদানিতে মিথিলা
হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন রণবীর
নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম
কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল
কারিশমার সন্তানদের মাসিক খরচ বন্ধ কেন?
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা
মঞ্চে ‘অস্বস্তিকর’ হয়ে উঠল সালমান-তামান্নার নাচ!
পুরোনো গান নতুন আয়োজনে গাইবেন ডলি সায়ন্তনী
নতুন চলচ্চিত্রে নিকোল কিডম্যান
নেটিজেনদের কটাক্ষের শিকার কঙ্গনা