ঢাকা বৃহষ্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

অনিক সাহানের পরানে পরান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-১১-২০২২ বিকাল ৫:৪৬

এ সময়ের তরুণ জনপ্রিয় কণ্ঠশিল্পী অনিক সাহানের “পরানে পরান” নামের বাংলা রোমান্টিক মৌলিক গান প্রকাশিত হয়েছে অনিক সাহানের নিজস্য ইউটুব চ্যানেলে। 

গানটির কথা ,সুর এবং পরিচালনা করেছেন অনিক সাহান নিজেই। এছাড়া গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অনিক সাহানের সাথে কাজ করেছেন সিনহা নূর।

অনিক সাহান বলেন ,আমার “পরানে পরান” গানটি প্রকাশিত হওয়ার পর থেকে দর্শক মহল থেকে অনেক সারা পাচ্ছি এবং এতে আমি অনেক আনন্দিত যে ,আমার গান দিয়ে দর্শকের বিনোদনের মনের খোরাক জোগানোর মাদ্ধম হিসেবে কাজ করতে পারছি।গানটিতে একটি জুটির ভালোবাসার খুনসুটি এবং একে ওপরের প্রতি ভালোবাসার মায়া বোঝানো হয়েছে।

আমার বিশ্বাস যারা এখনো গানটি দেখেননি তারা আমার ইউটুব চ্যানেল “অনিক সাহান” এ দেখে আসবেন আশা করি অনেক ভালো লাগবে।দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন ,আমি নিয়মিত গান নিয়ে কাজ করে যাচ্ছি শুধুমাত্র গানের প্রতি ভালোবাসা এবং দর্শকদের জন্য যারা আমার গান পছন্দ করেন।আশা করি সামনে দর্শকদের আরো ভালো ভালো গান উপহার দিব।

প্রীতি / প্রীতি