হাবিপ্রবিতে রেড ক্রিসেন্ট সোসাইটির সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজিত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) রেড ক্রিসেন্ট সোসাইটি দলের বার্ষিক সাধারণ সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান-২০২২ আয়োজিত হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ সন্মাননা প্রদান অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ও যুব রেড ক্রিসেন্ট দলের উপদেষ্টা মোহাম্মদ মাইন উদ্দিন, সহকারী প্রক্টর ড. মো. ইয়াছিন প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. বজলুল হক, সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, ইউ এল ও মো. ফজলুল করিম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন হাবিপ্রবি যুব রেড ক্রিসেন্ট দলের প্রধান দলনেতা মো. মেফতাউল হাসান সৌমিক।
যুব রেড ক্রিসেন্ট দলের উপদেষ্টা মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, “বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান স্যার-এর নির্দেশনায় আমাদের বিশ্ববিদ্যালয়কে মাদকমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়তে রেড ক্রিসেন্ট সোসাইটি সহযোগিতা করে যাচ্ছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রম যেমন ভর্তি পরীক্ষা, ভর্তি প্রক্রিয়া, পরিচ্ছন্ন অভিযান সহ সারাবছর বিভিন্ন দিবস উদযাপনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করে আসছে। তারা নিরলসভাবে নিজের অর্থ খরচ করে নিজ স্বার্থ উপেক্ষা করে মানবিক কাজ করে যাচ্ছে এটা খুবই গর্বের বিষয়"।
দিনাজপুর রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. বজলুল হক বলেন, “রেড ক্রিসেন্ট একটা আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান। আমরা প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ঠ দুর্যোগকে মোকাবেলা করি। করোনাকালীন দীর্ঘ দূর্যোগপূর্ণ সময়ে দিনাজপুর অঞ্চলের মানুষদের বিভিন্নভাবে সাহায্য করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে হাবিপ্রবি রেড ক্রিসেন্টের কাজ দেখে খুবই ভালো লেগেছে। আশা করি এভাবেই হাবিপ্রবিকে সাহায্য করে যাবে রেড ক্রিসেন্ট হাবিপ্রবি দল"।
সেচ্ছাসেবকদের সম্মাননা প্রদানের পর রেড ক্রিসেন্ট সোসাইটি, হাবিপ্রবি দলের কর্মীদের অংশগ্রহণে জমকালো সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।উল্লেখ্য, হাবিপ্রবি যুব রেড ক্রিসেন্ট দল বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছাসেবামূলক কাজ যেমন রক্তদান, ক্যাম্পাস পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ, প্রশিক্ষণ প্রদান এবং কোভিড-১৯ টিকাদান কর্মসূচিসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিভিন্ন কাজে সহযোগিতা করে আসছে। এর অংশ হিসেবে চলতি বছর প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ এবং অন্যান্য কাজে যুক্ত স্বেচ্ছাসেবকদের কাজের স্বীকৃতি স্বরূপ এই বার্ষিক সাধারণ সভা ও সম্মাননা প্রদান-২০২২ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, হাবিপ্রবি দল।
এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন
Link Copied