ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

হাবিপ্রবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তাজউদ্দীন হল


আবু সাহেব, হাবিপ্রবি photo আবু সাহেব, হাবিপ্রবি
প্রকাশিত: ১০-১২-২০২২ রাত ১১:২০
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) “দুর্নীতি প্রতিরোধে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন” বিষয়ক আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা-২০২২ আয়োজিত ফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে তাজউদ্দীন আহমেদ হল। 
 
শনিবার (১০ ডিসেম্বর) বিকাল ৪ টায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের আয়োজনে ও ডিবেটিং সোসাইটি অব এইচএসটিইউ এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ তে উক্ত ফাইনাল বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান , প্রক্টর প্রফেসর ড. মামুনুর রশীদ ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মাইন উদ্দিন রাসেল, তাজউদ্দীন আহমেদ হলের হল সুপার আব্দুল্লাহ আল মামুন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের হল সুপার রোজিনা ইয়াসমিন লাকিসহ বিশ্বিবদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
 
ফাইনাল বিতর্ক প্রতিযোগিতার প্রস্তাব ছিলো "এই সংসদ দূর্নীতি প্রতিরোধে শিষ্টের অধিক লালন না করে দুষ্টের অধিক দমন করবে"।সরকারি দল শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের হয়ে বিতর্ক করেন খাইরুন্নেসা তাকিয়া, নাহিদা সুলতানা ও কেয়া সুলতানা। বিরোধী দল তাজউদ্দীন আহমেদ হলের হয়ে বিতর্ক করেন মোঃ ইমু রহমান, সাফিয়াল মুনতাসির সাদি ও ইশিতিয়াক কবির। বিতর্কে ৫ জন বিচারকের মূল্যায়নে ৩-২ ব্যালটে বিজয় লাভ করে তাজউদ্দীন আহমেদ হল এবং শ্রেষ্ঠ বক্তা হয় শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বিতার্কিক কেয়া সুলতানা।
 
উক্ত বিতর্ক প্রতিযোগিতায় স্পিকারের দায়িত্ব পালন করেন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জুয়েল আহমেদ সরকার, বিচারক হিসেবে ছিলেন অধ্যাপক ড. মোছাঃ নুর-ই-নাজমুন নাহার, সহকারী অধ্যাপক মোঃ সাইফুদ্দিন দুরুদ, সহকারী অধ্যাপক সুব্রত কুমার প্রামাণিক, প্রভাষক মেহেদী হাসান।এর আগে শুক্রবার (৯ ডিসেম্বর) হাবিপ্রবির ৮ টি হল থেকে মোট ১২ টি দলের মধ্যে প্রাথমিক রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, এদিন মুজিব কন্ঠে মুক্তি শীর্ষক পাবলিক স্পিকিং (ইংরেজি) ও বারোয়ারি (বাংলা) বিতর্কের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা

ইবিতে (ইকসু)গঠনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন