শুটিংয়ে দুর্ঘটনার কবলে রাজপাল যাদব
শুটিং সেটে দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদব। উত্তর প্রদেশের কাতরা এলাকায় স্কুটার চালানোর একটি দৃশ্যের শুট চলাকালে এই দুর্ঘটনা ঘটে। এতে একজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ‘লক্ষ্মী টকিজ’ সিনেমার শুটিং আজ সকালে শুরু করেন রাজপাল যাদব। এসময় স্থানীয় লোকজন শুটিং দেখতে ভিড় করেন। আগত মানুষদের মধ্যে শিক্ষার্থীরাও ছিলেন। শুটিং করতে করতে স্থানীয় ব্যাংক রোডের দিয়ে এগিয়ে যায় পুরো টিম। যেখানে রাজপালের স্কুটার চালানোর একটি দৃশ্য ছিল। আর এ সময়ে এই দুর্ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী কর্নেলগঞ্জ থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ কর্মকর্তা রাম মোহন রায় বলেন— ‘অভিনেতা যে স্কুটি চালাচ্ছিলেন সেটি অনেক পুরোনো ছিল। ক্লাচের তার ছিঁড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিক্ষার্থীকে ধাক্কায় দেয়। তবে সেরকম কোনো আঘাত পায়নি ওই শিক্ষার্থী।’
জেলা প্রশাসকের অনুমতি নিয়েই শুটিং করছে এ সিনেমার টিম। কিন্তু ওই শিক্ষার্থীসহ আরো কিছু মানুষ শুটিংয়ে বাধাগ্রস্ত করছিল। অন্যদিকে ওই শিক্ষার্থী অভিযোগ করেছেন, তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে শুটিং ইউনিটের লোকজন। পুলিশ অফিসার রাম মোহন রায় বলেন, ‘তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।’
প্রীতি / প্রীতি
প্রতারণার শিকার অভিনেত্রী শ্রিয়া
মিস ইউনিভার্সে জামদানিতে মিথিলা
হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, যা বললেন রণবীর
নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম
কাস্টিং কাউচের বিষয়ে মুখ খুললেন পায়েল
কারিশমার সন্তানদের মাসিক খরচ বন্ধ কেন?
‘টাকার জন্য নিজেকে কখনো বিলিয়ে দিইনি’
ই-ক্লাব ফ্যামিলি নাইটসে গাইলেন কণা
মঞ্চে ‘অস্বস্তিকর’ হয়ে উঠল সালমান-তামান্নার নাচ!
পুরোনো গান নতুন আয়োজনে গাইবেন ডলি সায়ন্তনী
নতুন চলচ্চিত্রে নিকোল কিডম্যান
নেটিজেনদের কটাক্ষের শিকার কঙ্গনা